X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ঈদের ৫ দিন আগে থেকে বাস টার্মিনালে পুলিশের টহল জোরদারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৫:২১আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৫:২১

ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে নিরাপদ করতে ঈদের পাঁচ দিন আগে থেকে এক সপ্তাহ পর পর্যন্ত ঢাকার সব বাস টার্মিনাল এবং আশেপাশের এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। এ সময় তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের উদ্দেশে ১০ দফা দাবি তুলে ধরেন। তাদের অন্য দাবিগুলো হলো–

১. ঢাকার চারপাশের চিহ্নিত স্থান যেমন- চন্দ্রা, বাইপাইল, গাজীপুর বাইপাস, সাইন বোর্ড, শনির আখড়া, কেরানীগঞ্জ, ভূলতা, গাউসিয়া, মদনপুর, সাভার, নবীনগর, হেমায়েতপুর এলাকায় স্থানীয় ও হাইওয়ে পুলিশের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যানজটমুক্ত রাখতে হবে।

২. সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ থেকে ঈদ পর্যন্ত এবং ঈদের পরের তিন দিন পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৩. সড়ক ও মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধসহ সড়ক পথে যেকোনও নামে চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে সারা দেশের থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশের বিশেষ টহলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৪. ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ রাখার লক্ষে যাত্রীদের যাত্রাপথে সহযোগিতার জন্য ঢাকার সব টার্মিনালে একটি ‘হেল্প ডেস্ক’ থাকবে। এই ‘হেল্প ডেস্ক’ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও সংশ্লিষ্ট টার্মিনালের মালিক-শ্রমিকদের সহযোগিতায় সার্বক্ষণিক তদারকিতে নিয়োজিত থাকবেন। যাত্রীরা যেকোনও প্রয়োজনে এই হেল্প ডেস্ক সেবা নেবেন।

৫. স্ব-স্ব কোম্পানি বা কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। এর ব্যাত্যয় ঘটলে বা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৬. কোনও অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় যাত্রী বহন করতে পারবে না।

৭. সিটিতে চলাচলরত গাড়ি দূরপাল্লায় যাত্রী নিয়ে যেতে পারবে না।

৮. লাইসেন্সবিহীন বা অপেশাদার চালক যাত্রীবাহী বাস চালাতে পারবে না।

৯. কোনও অবস্থাতেই ঈদ বকশিশ বা অন্য যে কোনও নামে যাত্রীদের কাছ থেকে কোনও অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না।

এ সময় সংবাদ সম্মেলনে আরও ছিলেন– বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়স সহ-সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক জনাব হুমায়ূন কবির খান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধে ৭ দিনের আলটিমেটাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক
ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমেএখনও উদ্ধার হয়নি প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক
আয়কর ফাঁকিবাজদের নজরদারিতে আনছে এনবিআর
আয়কর ফাঁকিবাজদের নজরদারিতে আনছে এনবিআর
অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নে কমিটি করেছে সরকার
অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নে কমিটি করেছে সরকার
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
সর্বাধিক পঠিত
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?