X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঈদযাত্রা নিরাপদে মহাসড়কে যেসব উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ মার্চ ২০২৫, ২২:০৭আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২২:০৭

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ মার্চ অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

গৃহীত উদ্যোগ গুলো হলো—

সড়ক সংস্কার: ঢাকা-রংপুর, ঢাকা-সিলেটসহ জাতীয় মহাসড়কের সংস্কার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ঈদের সময় সব উন্নয়নকাজ বন্ধ থাকবে। কাঞ্চনপুর ব্রিজের নির্মাণাধীন সড়ক খুলে দেওয়া হবে, এলেঙ্গা-যমুনা সেতু ও কাওয়াল ব্রিজ চার লেনে চালু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা ব্রিজ ঈদের আগেই চালু করা হবে।

যানজট নিয়ন্ত্রণ: যানজটপ্রবণ এলাকায় বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে। সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া টার্মিনালে সিসিটিভি ও সার্চলাইট বসানো হয়েছে, যা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত। ১৫৫টি যানজটপ্রবণ স্পট মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।

মনিটরিং ও মোবাইল কোর্ট: হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে মনিটরিং টিম কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও অনিরাপদ যান চলাচল রোধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা: আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। ঢাকার বাস টার্মিনালে হেল্প ডেস্ক স্থাপন ও এলিভেটেড এক্সপ্রেসয়েতে গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

ফেরি ও গণপরিবহন: যানজট এড়াতে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা হয়েছে। বিআরটিসির ৭৭৫টি বাস বিভিন্ন রুটে চালু থাকবে। গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে।

সিএনজি স্টেশন: ২৬ মার্চ থেকে ঈদের পরবর্তী পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

জরুরি সহায়তা: দুর্ঘটনা কবলিত যানবাহন সরাতে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। ৯৯৯ নম্বরে কল করে জরুরি চিকিৎসা সেবা পাওয়া যাবে।

টোল ব্যবস্থা: পদ্মা, যমুনা সেতুসহ প্রধান সেতুগুলোর টোল প্লাজায় পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং ইলেকট্রনিক টোল আদায় জোরদার করা হয়েছে।

গার্মেন্টস ছুটি: শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে এবং বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

বিআরটিএ নিয়ন্ত্রণ কক্ষ: ঈদযাত্রার সময় যাত্রীদের সহায়তায় সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু থাকবে। যোগাযোগ: ০১৫৫০-০৫১৬০৬, ০১৫৫০-০৫৬৫৭৭।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সব প্রস্তুতি শেষ হয়েছে। ট্রাফিক আইন মেনে চলা এবং প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগ করার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯০, আহত ১১৮২ জন
এবার ঈদে পদ্মা ও যমুনা সেতুতে ৬০ কোটি টাকার টোল আদায়
সর্বশেষ খবর
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
এজবাস্টনে ডাবল সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড
এজবাস্টনে ডাবল সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’