X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদযাত্রার আমেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৬:০০আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৬:০৩

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর রেলস্টেশনগুলোতে যাত্রীদের চাপ আগেই দেখা গেলেও, সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল তুলনামূলকভাবে ফাঁকা ছিল। তবে মঙ্গলবার (২৬ মার্চ) থেকে বাস টার্মিনালে যাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে টিকিট কেনার প্রবণতা বেড়ে যাওয়ায় বাস কাউন্টারগুলোতে আগের মতো ভিড় নেই। তবে গার্মেন্টস ছুটি হলে যাত্রীদের ভিড় আরও বাড়বে বলে তারা মনে করছেন।

মঙ্গলবার গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাড়ি ফেরা যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করলেও সংখ্যা ছিল কম। অনলাইনে টিকিট কাটা যাত্রীরা নির্ধারিত সময়েই এসে সরাসরি বাসে উঠছেন, ফলে কাউন্টারগুলোতে ব্যস্ততা কম দেখা গেছে। সায়েদাবাদ বাস টার্মিনালে সকালে যাত্রী কম থাকলেও দুপুরের পর তা বাড়তে শুরু করে।

কল্যাণপুরের এসআর পরিবহনের সেলস অফিসার মো. শাহাদাত হোসেন জানান, গত কয়েকদিনে ট্রেনে যাত্রীদের চাপ বেশি থাকায় বাসযাত্রী কমেছে। পাশাপাশি অনলাইনে টিকিট কেনার কারণে কাউন্টারে ভিড়ও কমেছে। এখন অধিকাংশ যাত্রী আগেভাগেই টিকিট কেটে নির্ধারিত সময়ে বাসে উঠে যাচ্ছেন।

টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছেন তারা

শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর কুমার বলেন, এবারের ঈদে ছুটির সময় দীর্ঘ হওয়ায় যাত্রীরা ধাপে ধাপে বাড়ি ফিরছেন। ফলে বাস টার্মিনালে প্রচণ্ড ভিড় এখনও পড়েনি। তবে আগামী বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে যাত্রীদের চাপ বাড়বে বলে তিনি আশা করছেন।

এদিকে, বাস ভাড়া সরকার নির্ধারিত হারেই রাখা হয়েছে বলে পরিবহন কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কিছু লোকাল বাস কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০-৫০ টাকা বেশি নিচ্ছে ‘বকশিশ’ হিসেবে।

অনলাইনে আগেভাগে টিকিট কেটে রাখার সুবিধার কারণে যাত্রীরা এবার কম ঝামেলা পোহাচ্ছেন বলে জানিয়ে রংপুরগামী যাত্রী লুৎফর রহমান বলেন, ‘আমি আগেই অনলাইনে টিকিট কেটে নিয়েছি, তাই কোনও সমস্যা হয়নি। পছন্দমতো সিটও পেয়েছি, আর বাসের জন্যও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না।’

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬
অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা
আজও কর্মস্থলে ফিরছে মানুষ, বেশি ভাড়া আদায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’