প্রতি বছর ঈদ এলেই রাজধানী ঢাকায় নেমে আসে উৎসবের রঙ। ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সাজানো হয় নানান রঙের বাতি ও আলোয়। এবার ঈদেও ব্যতিক্রম নয়। ঢাকা শহরের বিভিন্ন স্থাপনায় জ্বলজ্বল করছে বর্ণিল লাইটিং, যা শুধু শহরের সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং উৎসবের আমেজকে আরও গভীরভাবে ছড়িয়ে দিচ্ছে।
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রঙিন বাতির ঝলকানিতে ঢেকে গেছে পুরো শহর, যা রাতে আরও বর্ণিল পরিবেশ তৈরি করছে।
ঈদের এমন আলোকসজ্জা দেখে উচ্ছ্বসিত নগরবাসী। রাজধানীর বেশিরভাগ বাসিন্দা গ্রামে চলে গেলেও এখানকার স্থায়ী বাসিন্দা এবং যারা বিভিন্ন কারণে ঢাকা ছাড়তে পারেননি, তাদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে রাতের শহর ঘুরে উপভোগ করছেন এই বর্ণিল দৃশ্য।
রাজধানীর মতিঝিলে কথা হয় দর্শনার্থী আমিনুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকার আলোকসজ্জা সত্যিই অসাধারণ। ঈদের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে এই ঝলমলে পরিবেশ। ঈদের এই আলোকসজ্জা ঢাকার সৌন্দর্যকেও বহুগুণে বাড়িয়ে তুলেছে। প্রতিটি আলোর ঝলকানির মাঝে ফুটে উঠছে উৎসবের আনন্দ, একতার বার্তা এবং নগরজীবনের সৌন্দর্য।’
‘শহরের এই ঝলমলে রূপ দেখতে রাজধানীর বাসিন্দারা বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছে। এই আলোকিত ঢাকা যেন ঈদের আনন্দকে আরও হৃদয়গ্রাহী করে তুলেছে’, বলেন তিনি।