X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মগবাজারে ছিনতাইকারীদের হাতে যুবক খুন: গ্রেফতার দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৯:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:০৩

রাজধানীর মগবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও খুনের ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—  মো. সাব্বির হোসেন (২০) ও মো. হৃদয় খান (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, সোমবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল।

ঘটনার সম্পর্কে ডিএমপি জানায়, ময়মনসিংহের সানাদিয়া গ্রামের মো. নায়েব আলীর ছেলে হাবিবুল্লাহ হাবিব (১৮) রমনার নিউ ইস্কাটনের একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন। গত বছরের ১৫ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলে আসা তিনজন ছিনতাইকারী হাবিবের রিকশার গতিরোধ করে। তারা তার মোবাইল ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাবিব বাধা দেন।

এ সময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

ঘটনার পরদিন ১৬ ডিসেম্বর হাবিবের বাবা হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় কোনও প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ বা আসামিদের পরিচয় না থাকায় এটি ছিল সম্পূর্ণ ক্লু-লেস ঘটনা। তবে ডিবি-তেজগাঁও বিভাগ অপরাধ বিশ্লেষণ, ছিনতাইয়ের প্যাটার্ন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজন ছিনতাইকারীকে শনাক্ত করে।

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্তে জানা গেছে, এই ঘটনায় জড়িত অপর আসামি নাহিদুল ইসলাম অণু (২১) বর্তমানে একটি মাদক মামলায় কারাগারে রয়েছেন।

/এবি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক