X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

মগবাজারে ছিনতাইকারীদের হাতে যুবক খুন: গ্রেফতার দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৯:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:০৩

রাজধানীর মগবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও খুনের ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—  মো. সাব্বির হোসেন (২০) ও মো. হৃদয় খান (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, সোমবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল।

ঘটনার সম্পর্কে ডিএমপি জানায়, ময়মনসিংহের সানাদিয়া গ্রামের মো. নায়েব আলীর ছেলে হাবিবুল্লাহ হাবিব (১৮) রমনার নিউ ইস্কাটনের একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন। গত বছরের ১৫ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলে আসা তিনজন ছিনতাইকারী হাবিবের রিকশার গতিরোধ করে। তারা তার মোবাইল ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাবিব বাধা দেন।

এ সময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

ঘটনার পরদিন ১৬ ডিসেম্বর হাবিবের বাবা হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় কোনও প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ বা আসামিদের পরিচয় না থাকায় এটি ছিল সম্পূর্ণ ক্লু-লেস ঘটনা। তবে ডিবি-তেজগাঁও বিভাগ অপরাধ বিশ্লেষণ, ছিনতাইয়ের প্যাটার্ন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজন ছিনতাইকারীকে শনাক্ত করে।

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্তে জানা গেছে, এই ঘটনায় জড়িত অপর আসামি নাহিদুল ইসলাম অণু (২১) বর্তমানে একটি মাদক মামলায় কারাগারে রয়েছেন।

/এবি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা: পরিবেশ উপদেষ্টা 
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা: পরিবেশ উপদেষ্টা 
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন