রাজধানীর হাতিরঝিলের পেয়ারাবাগে সৎমেয়েকে ধর্ষণের ঘটনার দায়ের করা মামলায় অভিযুক্ত যুবক আনোয়ার হোসেনকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখলা ইউনিয়নের পূর্ব সোনাখালীর মৃত হোসেনের ছেলে।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ, সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জামান (দিপু) ও অ্যাডভোকেট ফাহাদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা ২০২২ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ধর্ষণের মামলা করেন।
মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ১ এপ্রিল সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২০ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে ছয় জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী ভুক্তভোগীর মা রাজধানীর হাতিরঝিল এলাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। বাদীর প্রথম পক্ষের বিবাহ বিচ্ছেদ হলে দুই সন্তানসহ আসামি আনোয়ার তাকে বিয়ে করেন। ২০২২ সালের ৪ আগস্ট মামলার বাদীর দ্বিতীয় স্বামীর কাছে প্রথম পক্ষের ১৪ বছর বয়সী মেয়েকে বাসায় রেখে গৃহপরিচারিকার কাজে বাইরে যান। এদিন ভুক্তভোগী মেয়ের গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে আসামি আনোয়ার। ঘটনার দিন থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই আসামি ভুক্তভোগী মেয়েকে ১০ থেকে ১২ বার ধর্ষণ করে।