X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাঁদাবাজির মামলায় গ্রেফতার সেই যুবক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৮:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:২৬

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় এক প্রাইভেটকার থেকে ‘চাঁদা’ নেওয়ার ঘটনায় ভাইরাল ভিডিও'র সেই যুবক আশরাফুল আলমকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এরআগে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. মনির হোসেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে আশরাফুলকে (২৩)  আটক করে পুলিশ। এরপর তাকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়। প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে ‘মাস্তানি করার’ বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনও সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ওই ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’ এসময় গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’ এরপর যুবকটি সেখান থেকে চলে যান।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে অজ্ঞাতনামা এক প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে ব্যাপক প্রভাব পড়ে। গোপন সূত্রে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। পরবর্তীতে সে ঘটনার সত্যতা  স্বীকার করে। এ ঘটনায় গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার উপপরিদর্শক ইমরান হোসেন ৩৮৫ ও ৩৮৬ ধারায় তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
মাদক মামলা: সম্রাটসহ ২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
বিরক্ত মুখে আদালতকে ধন্যবাদ জানালেন তাপস
নতুন মামলায় গান বাংলার তাপসসহ গ্রেফতার ৪
সর্বশেষ খবর
তুরাগে স্ত্রী দগ্ধ, গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
তুরাগে স্ত্রী দগ্ধ, গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
অন্ধকারে যুদ্ধ: বাংলাদেশে ওভারিয়ান ক্যানসার সংকট!
অন্ধকারে যুদ্ধ: বাংলাদেশে ওভারিয়ান ক্যানসার সংকট!
১০ কিলোমিটার তাড়া করে কাভার্ডভ্যান ধরলো বন বিভাগ
১০ কিলোমিটার তাড়া করে কাভার্ডভ্যান ধরলো বন বিভাগ
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে