X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

উপযুক্ত পরীক্ষাকেন্দ্র নিশ্চিতে বার কাউন্সিলে আইনজীবীর আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৬:২৮আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৬:২৮

আইনজীবী তালিকাভুক্তির এনরোলমেন্ট (এমসিকিউ ও লিখিত) ও হাইকোর্টে পারমিশনের লিখিত পরীক্ষার কেন্দ্রগুলো পরীক্ষার্থীবান্ধব করতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এ আবেদন জানান।

আবেদনে বিগত বছরগুলোতে এনরোলমেন্ট ও ‘হাইকোর্ট পারমিশন’ পরীক্ষার অভিজ্ঞতা ও পরীক্ষার্থীদের কিছু অসুবিধা তুলে ধরে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ব্যবস্থাপনায় প্রতিবছর এক বা একাধিক এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এসব পরীক্ষাকেন্দ্রের কোনোটিতে এনালগ হাতঘড়ি, টর্চলাইট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়, আবার কোনোটিতে দেওয়া হয় না, যা এক ধরনের বৈষম‍্য। বিগত বছরে ঝড়-বৃষ্টির দিনে পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) ঘটনা ঘটে। এতে করে শিক্ষানবিশরা উপযুক্ত পরীক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হন। বিদ্যুৎ না থাকা মিনিটগুলো পরে পরীক্ষকরা আর বিবেচনায় নেন না।

‘এতদ্বসত্ত্বেও অনেক কেন্দ্রের প্রবেশমুখে পরীক্ষার্থীদের এনালগ হাতঘড়ি ও টর্চলাইট সঙ্গে রাখা নিয়ে বিপাকে পড়তে হয়। এছাড়া, অনেক পরীক্ষাকেন্দ্রের বেঞ্চগুলো ভাজ (কার্ভ) আকারের হওয়ায় সেখানে লিগ্যাল সাইজের খাতা (এনরোলমেন্ট ও হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার ক্ষেত্রে) বসিয়ে নির্ধারিত সময়ে লেখা শেষ করা দুরূহ হয়ে যায়। ফলে প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়।’

তাই এই আবেদনে বিগত সময়ের প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। অন্যথায়, পরীক্ষার্থীদেরকে এনালগ হাতঘড়ি, টর্চলাইট সঙ্গে রাখার সুযোগ প্রদানের সুস্পষ্ট নির্দেশণা প্রদান এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে বেঞ্চগুলো লিগ্যাল খাতায় লেখার উপযুক্ত কিনা, সে বিষয়ে তদারকি করতে আবেদনটিতে বিশেষ অনুরোধ জানানো হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এসআই নিয়োগ পরীক্ষার ফলে ভুল রোল, পুলিশের দুঃখ প্রকাশ
ইসলামপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষক বহিষ্কার
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার