X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বনানীতে গাড়িচাপায় পোশাককর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৫, ১৬:১৭আপডেট : ০২ মে ২০২৫, ১৬:১৭

রাজধানীর বনানীতে বাসাবাড়ির মালামাল নিতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় মো. হানিফ (৪৪) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন— মজিবুর ও তার ছেলে হাসান। 

বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিমানবন্দরগামী হাইওয়ে সড়কে, মাছরাঙা টেলিভিশনের অফিসের বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে।

তারা তিনজনই বাসাবাড়ি বদলের কাজ করছিলেন। ঘটনার সময় একটি রিকশাভ্যানে মালামালসহ বিমানবন্দরমুখী কালশী রোডের দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হানিফ। আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হানিফ পেশায় গার্মেন্টস শ্রমিক হলেও গার্মেন্টস বন্ধ থাকায় সেদিন প্রতিবেশীদের সঙ্গে মালামাল টানার কাজে গিয়েছিলেন। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

তিনি আরও বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ গ্রহণ করেন।

নিহত হানিফ কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি মিরপুরের পল্লবী এলাকার কালশী রোডে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন। আহত মজিবুর ও হাসান একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল জানান, ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি প্রাইভেটকার। পরে ছিটকে পড়া হানিফকে আরেকটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। ঘটনার পর থেকেই ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি মেন ফাউন্ডেশনের
সর্বশেষ খবর
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’