আগামী ১৭ ও ২৪ মে ছুটির দিনে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের অফিস ও বিচার কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা এবং দাফতরিক কাজের স্বার্থে আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।
এতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মে জারি প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাফতরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়েছে।
এমতাবস্থায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনাল আগামী ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে এবং দাফতরিক কাজের স্বার্থে আগামী ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সব অধস্তন আদালত ট্রাইব্যুনাল খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।