বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। শনিবার (১৭ মে) নগর ভবনের সামনের এই অবস্থান থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করার কথাও ঘোষণা করা হয়েছে।
নগর ভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়া দক্ষিণ সিটি করপোরেশনের সূত্রাপুর এলাকার বাসিন্দা তৌফিক আহমেদ বলেন, ‘ইশরাকের শপথ করানো নিয়ে সরকার টালাবাহানা করছে। আদালত ইরশাক হোসেনকে বৈধভাবে ঘোষণার পরেও সরকারের এমন আচরণ অপ্রত্যাশিত।’
তিনি আরও বলেন, ‘আমরা আজ এখানে এসেছি সচিবালয়ে অভিমুখে লংমার্চ করার উদ্দেশ্যে। সরকার যদি দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না করাই তাহলে আমরা সচিবালয়ে ঘেরাও করবো।’
দক্ষিণ সিটির বংশালের বাসিন্দা শিহাব উদ্দিন বলেন, ‘ইশরাক হোসেন জনতার মেয়র। স্বৈরাচার সরকারের আমলে জনগণের রায় কেড়ে নিয়ে আরেকজনকে মেয়র পদে বসানো হয়েছিল। এখন আদালত রায় দিয়ে ওনাকে মেয়র স্বীকৃতি দিয়েছে। কিন্তু সরকার শপথ নেওয়ার ব্যবস্থা করছে না। সম্ভবত বিএনপি নেতা হওয়ায় ইশরাক এই বৈষম্য শিকার হচ্ছে।’
এদিকে সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন নগর ভবনের সামনে আসতে থাকেন। মানুষের চাপ বাড়লে বেলা ১১টার দিকে সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জমায়েতের কারণে নগর ভবনের প্রধান ফটক বন্ধ আছে।
এর আগে গতকাল শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগর ভবন টু সচিবালয় অভিমুখে লংমার্চ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।