X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৭:৪৯আপডেট : ১৭ মে ২০২৫, ১৭:৪৯

বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনের সাধারণ সদস্যরা। তারা অভিযোগ করেন, সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থতা এবং নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যের পদত্যাগের ফলে বর্তমান কমিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

শনিবার (১৭ মে) আয়কর ক্যাডারের সাধারণ সদস্যদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হওয়ায় অ্যাসোসিয়েশন সদস্যদের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে। অনির্বাচিত এ নির্বাহী কমিটির কেউ যেন সংগঠনের নামে কোনও সভা আহ্বান না করে বা গণমাধ্যমে বক্তব্য না দেয়— এমন সতর্কবার্তাও দেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের নামে কেউ বক্তব্য দিলেও তা বিসিএস (কর) ক্যাডারের পক্ষে নয়, বরং ব্যক্তিগত মত হিসেবে বিবেচিত হবে এবং তার দায়ও সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে।

সাম্প্রতিক সময়ে অ্যাসোসিয়েশনের কমিটির প্রায় ২০ জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— উপকর কমিশনার নাজমা পারভিন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), রইসুন নেসা (সাংস্কৃতিক সম্পাদক), মো. ফিরোজ কবির (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ফারুক হোসেন (সহ-গবেষণা সম্পাদক), মো. আবদুল্লাহ ইউসুফ (সহ-সমাজকল্যাণ সম্পাদক), মো. জিল্লুর রহমান (সহ-ক্রীড়া সম্পাদক), নির্বাহী সদস্য মো. নেফাউল ইসলাম সরকার, মাফরোজ সুলতানা ইমা, মোছা. ফাতেমা খাতুন, মো. জোনায়েদ হোসেন, তানজিনা রহমান, সহকারী কর কমিশনার তামজিদ ইয়াসমিন ও মো. সাইফুদ্দিন খান।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কাস্টমস সার্ভিসের সঙ্গে যৌথ কর্মসূচি পালন করছেন আয়কর ক্যাডারের কর্মকর্তারাও। সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেবে এবং এরপর নতুন নেতৃত্বে অ্যাসোসিয়েশনকে পুনর্গঠিত করা হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত এগিয়ে থাকলেও ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ
ভারত এগিয়ে থাকলেও ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ
ব্যাংক থেকে ডলার কেনাবেচায় সব ধরনের মাশুল নিষিদ্ধ
ব্যাংক থেকে ডলার কেনাবেচায় সব ধরনের মাশুল নিষিদ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র বহিষ্কার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র বহিষ্কার
তিন উপদেষ্টাকে বিদায় করুন, আপনি কি চান নির্বাচনের জন্য যমুনামুখী লংমার্চ করুক জনগণ
প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাউদ্দিনতিন উপদেষ্টাকে বিদায় করুন, আপনি কি চান নির্বাচনের জন্য যমুনামুখী লংমার্চ করুক জনগণ
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার