X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৭:৪৯আপডেট : ১৭ মে ২০২৫, ১৭:৪৯

বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনের সাধারণ সদস্যরা। তারা অভিযোগ করেন, সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থতা এবং নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যের পদত্যাগের ফলে বর্তমান কমিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

শনিবার (১৭ মে) আয়কর ক্যাডারের সাধারণ সদস্যদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হওয়ায় অ্যাসোসিয়েশন সদস্যদের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে। অনির্বাচিত এ নির্বাহী কমিটির কেউ যেন সংগঠনের নামে কোনও সভা আহ্বান না করে বা গণমাধ্যমে বক্তব্য না দেয়— এমন সতর্কবার্তাও দেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের নামে কেউ বক্তব্য দিলেও তা বিসিএস (কর) ক্যাডারের পক্ষে নয়, বরং ব্যক্তিগত মত হিসেবে বিবেচিত হবে এবং তার দায়ও সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে।

সাম্প্রতিক সময়ে অ্যাসোসিয়েশনের কমিটির প্রায় ২০ জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— উপকর কমিশনার নাজমা পারভিন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), রইসুন নেসা (সাংস্কৃতিক সম্পাদক), মো. ফিরোজ কবির (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ফারুক হোসেন (সহ-গবেষণা সম্পাদক), মো. আবদুল্লাহ ইউসুফ (সহ-সমাজকল্যাণ সম্পাদক), মো. জিল্লুর রহমান (সহ-ক্রীড়া সম্পাদক), নির্বাহী সদস্য মো. নেফাউল ইসলাম সরকার, মাফরোজ সুলতানা ইমা, মোছা. ফাতেমা খাতুন, মো. জোনায়েদ হোসেন, তানজিনা রহমান, সহকারী কর কমিশনার তামজিদ ইয়াসমিন ও মো. সাইফুদ্দিন খান।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কাস্টমস সার্ভিসের সঙ্গে যৌথ কর্মসূচি পালন করছেন আয়কর ক্যাডারের কর্মকর্তারাও। সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেবে এবং এরপর নতুন নেতৃত্বে অ্যাসোসিয়েশনকে পুনর্গঠিত করা হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়েছে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়েছে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের