বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনের সাধারণ সদস্যরা। তারা অভিযোগ করেন, সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থতা এবং নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যের পদত্যাগের ফলে বর্তমান কমিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
শনিবার (১৭ মে) আয়কর ক্যাডারের সাধারণ সদস্যদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হওয়ায় অ্যাসোসিয়েশন সদস্যদের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে। অনির্বাচিত এ নির্বাহী কমিটির কেউ যেন সংগঠনের নামে কোনও সভা আহ্বান না করে বা গণমাধ্যমে বক্তব্য না দেয়— এমন সতর্কবার্তাও দেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের নামে কেউ বক্তব্য দিলেও তা বিসিএস (কর) ক্যাডারের পক্ষে নয়, বরং ব্যক্তিগত মত হিসেবে বিবেচিত হবে এবং তার দায়ও সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে।
সাম্প্রতিক সময়ে অ্যাসোসিয়েশনের কমিটির প্রায় ২০ জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন— উপকর কমিশনার নাজমা পারভিন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), রইসুন নেসা (সাংস্কৃতিক সম্পাদক), মো. ফিরোজ কবির (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ফারুক হোসেন (সহ-গবেষণা সম্পাদক), মো. আবদুল্লাহ ইউসুফ (সহ-সমাজকল্যাণ সম্পাদক), মো. জিল্লুর রহমান (সহ-ক্রীড়া সম্পাদক), নির্বাহী সদস্য মো. নেফাউল ইসলাম সরকার, মাফরোজ সুলতানা ইমা, মোছা. ফাতেমা খাতুন, মো. জোনায়েদ হোসেন, তানজিনা রহমান, সহকারী কর কমিশনার তামজিদ ইয়াসমিন ও মো. সাইফুদ্দিন খান।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কাস্টমস সার্ভিসের সঙ্গে যৌথ কর্মসূচি পালন করছেন আয়কর ক্যাডারের কর্মকর্তারাও। সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেবে এবং এরপর নতুন নেতৃত্বে অ্যাসোসিয়েশনকে পুনর্গঠিত করা হবে।