X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জ্বালানি রূপান্তরের বিষয়ে প্রতিবেদন তৈরিতে আছে নানা চ্যালেঞ্জ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৯:৪২আপডেট : ১৭ মে ২০২৫, ১৯:৪২

জ্বালানি রূপান্তরের বিষয়ে প্রতিবেদন তৈরিতে তথ্যের অপ্রতুলতা থেকে শুরু করে আছে নানা চ্যালেঞ্জ। পর্যাপ্ত জনবল কিংবা ডেটা অ্যানালাইসিস করার মতো সক্ষমতা না থাকায় এক্ষেত্রে গণমাধ্যম পিছিয়ে আছে। তবে অতীতের অনেক কিছুই ধীরে ধীরে পরিবর্তন হয়ে নতুন নতুন সুযোগ তৈরি করছে।

শনিবার (১৭ মে) রাজধানীর ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনেশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘জ্বালানি রূপান্তরে সংবাদমাধ্যম এবং নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। জ্বালানি রূপান্তরের বিষয়টিকে জনআলোচনার কেন্দ্রে নিয়ে আসার মাধ্যমে এ বিষয়ে টেকসই পরিবর্তনের উদ্দেশ্যে সংবাদমাধ্যম এবং নাগরিক সমাজের যৌথ ভূমিকা কেমন হতে পারে, তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মিডিয়া রিপোর্টিং হচ্ছে ইনপুট, এরপর যে আউটকাম কী হচ্ছে, এর ফলে কী নীতিমালা পরিবর্তন হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির প্রমোশন অনেক করে ফেলতে পেরেছি? আমার মনে হয়, ইমপ্যাক্টের জায়গাটি আমাদের ভাবা দরকার। তার মানে এই নয় যে, আমি ভুল। তাহলে এখানে মেজর চ্যালেঞ্জ কোথায়, যেখানে আমরা বড় আকারে কাজ কেউ এখনও করিনি। সিভিল সোসাইটি ও মিডিয়া কেউ করে নাই।  সেটা হচ্ছে প্রতিষ্ঠান। আমরা যা করছি সবই হচ্ছে বিদ্যমান প্রতিষ্ঠান ঠিক রেখে তার ভেতরে পরিবর্তন আনার কথা বলছি। এটা সম্ভব না। এভাবে কিন্তু নবায়নযোগ্য জ্বালানিকে প্রমোট করা যাবে না। সুতরাং, আগামিতে আমাদের প্রাতিষ্ঠানিক জায়গায় ধীরে ধীরে কাজ করার জায়গা আছে। কারণ একটি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তার পদে যিনি বসে আছেন, তার কি আসলেই সেই যোগ্যতা আছে, সেই প্রশ্ন তোলা উচিত।

তিনি আরও বলেন, আমরা রিপোর্টে বিশেষজ্ঞ মন্তব্য দেওয়ার ক্ষেত্রে অনেকটা ঢাকাকেন্দ্রিক। স্থানীয় পর্যায়ের একটি রিপোর্টের জন্য এক্সপার্টের মন্তব্য নিচ্ছি ঢাকার একজনের। স্থানীয় পর্যায়ের বিশেষজ্ঞদের আসলে তুলে আনা দরকার। স্থানীয় পর্যায়ে প্রতিবেদন খুব কম হয়।

বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সিনিয়র এক্সিকিউটিভ এডিটর শারির খান বলেন, জীবাশ্ম জ্বালানি কয়দিন থাকবে, সেটিও একদিন ফুরিয়ে আসবে। যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, সবুজ জ্বালানির প্রতি তার প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।

গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের (জিএসসিসি) এশিয়া আঞ্চলিক টিম লিড কুন্তল রায় নিবন্ধ উপস্থাপন করে বলেন, করোনার আগে অনুসন্ধানী, বিশ্লেষণধর্মী প্রতিবেদনের অভাব পাওয়া গেলেও করোনার পর এই চিত্রে পরিবর্তন এসেছে। ২০২০ সাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক এবং এনজিও বিশুদ্ধ জ্বালানির রূপান্তর নিয়ে নিজ নিজ ক্ষেত্রে কাজের উদ্যোগ নেওয়ায় একটি বড় সংখ্যক বিশ্লেষণমূলক তথ্য এবং প্রমাণ সংগ্রহ করা গেছে, যা অতীতে ছিল না। যদিও এই তথ্যের পরিমাণ বৈশ্বিক পর্যায়ে তুলনা করার মতো না, তবে এসব তথ্য মিডিয়ার প্রতিবেদনে কাজে এসেছে।

প্রেজেন্টেশনে তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ভ্রান্ত ধারণা, জনসচেতনা বৃদ্ধি এবং নীতিগত বিতর্কের জায়গায় মিডিয়া এবং সুশীল সমাজ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। গণমাধ্যমের প্রতিবেদন নীতিনির্ধারকদের নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিতে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও রাজনৈতিক স্বদিচ্ছা, আমলাতান্ত্রিক জটিলতা, টেকসই রূপান্তরের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

পরামর্শক সভায় বিভিন্ন গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। গণমাধ্যমকর্মীরা জানান, মিডিয়ার কাজের ধরন আগের চেয়ে অনেক বদলে গেছে। আগে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ছাপার কাগজে দেওয়ার অগ্রাধিকার থাকলেও এখন সেগুলো অনলাইনে দেওয়া হচ্ছে। এখন এখানে চ্যালেঞ্জ হচ্ছে ডেটা অ্যানালাইসিস। এটা আসলে আমরা পারবো না, এটা আমাদের কাজ না। বাইরের দেশে বড় বড় প্রতিষ্ঠানে এজন্য আলাদা টিম আছে আমাদের এখানে সেটা নেই। সেই সুযোগ এখানে ধীরে ধীরে তৈরি হচ্ছে। এখন আসলে পরিবর্তন আসছে ধীরে ধীরে।

তাদের মতে, সরকারের নিজস্ব স্বার্থ আছে এমন অনেক প্রকল্প আসে। তাই অনেক ক্ষেত্রেই সংবাদের প্রভাব পড়ে না। এমন অনেক দেখা গেছে যে, কারও সঙ্গে আলাপ না করেই সরকার সিদ্ধান্ত নিচ্ছে। এখন আবার আছে নির্দিষ্ট গোষ্ঠীর মব। তাই আমরা আমাদের কাজ করছি, তাতে মানুষের মধ্যে যদি কিছুটা সচেতনতা তৈরি করা যায়, সেটাই আমাদের লাভ।

আলোচনায় গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ তুলে ধরে বলা হয়, এখন যে বিজনেস মডেলে গণমাধ্যম চলছে সেটা ভুল। অনেক কন্টেন্ট বানানো হচ্ছে পয়সা খরচ করে, কিন্তু ফেসবুকে দিয়ে দিচ্ছি ফ্রি। গণমাধ্যম হয়ে কেন ইউটিউবের আশ্রয় নেবো! আর্থিক সঙ্গতি ঠিক না হলে মিডিয়ার স্বাধীনতা কখনই হবে না। তখন বিভিন্নভাবে প্রভাবিত হতে হবে। সুতরাং, সংস্কারের  প্রয়োজন এখানেও আছে।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটকে আমরা গুরুত্ব দেই। আবার আমরা অনেকেই প্রকল্পভিত্তিক কাজ করে থাকি। অন্যান্য সামাজিক প্রেক্ষাপটে যেমন সুশীল সমাজের অ্যালায়েন্স আছে, নবায়নযোগ্য জ্বালানি খাতে এখন পর্যন্ত তেমন কোনও অ্যালায়েন্স নেই, দৃশ্যমান না।

বক্তারা বলেন, বিগত সময়ে ক্যাপাসিটি চার্জ নিয়ে এত আলোচনা হচ্ছে কিন্তু গণমাধ্যমের কারণে। যার ফলে এই ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত দুর্নীতি এবং অনিয়ম নিয়ে আমরা সুশীল সমাজ কাজ করার সুযোগ পেয়েছিলাম।

আলোচনা সভা সঞ্চালনা করেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— মাছরাঙা টিভির প্রধান সম্পাদক রেজওয়ানুল হক, প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম, দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ঢাকা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক রিয়াজ আহমেদ, দ্য ডেইলি স্টারের উপ সম্পাদক অরুণ দেবনাথ, চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহযোগী সম্পাদক শামীম আব্দুল্লাহ জাহেদী, বাংলা ট্রিবিউনের নগর সম্পাদক উদিসা ইসলাম এবং যমুনা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল।

অপরদিকে সুশীল সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সেন্টার ফর এনার্জি রিসার্চ, ইউআইইউ’র পরিচালক  শাহরিয়ার আহমেদ চৌধুরী, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপাল বড়ুয়া, মানুষের জন্য ফাউন্ডেশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইউনিটটের সমন্বয়কারী ওয়াসিউর রহমান তন্ময়, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস’র (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম, আর্থ সোসাইটি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
মেহেরপুরে ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর, আহত ১০
মেহেরপুরে ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর, আহত ১০
ম্যানসিটিকে হতাশায় ভাসিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন প্যালেস
ম্যানসিটিকে হতাশায় ভাসিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন প্যালেস
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কলকাতার বিদায়
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কলকাতার বিদায়
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন