X
শুক্রবার, ১৩ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রমিকদের বাধায় শ্রম ভবনে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১১:০৯আপডেট : ১৯ মে ২০২৫, ১১:০৯

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে আন্দোলনরত শ্রমিকদের বাধায় কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১৯ মে) সকাল থেকেই সেখানকার প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দুই পোশাক কারখানা- স্টাইল ক্রাফট ও ইয়ং রয়েল বিডি’র কয়েকশ শ্রমিক। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও ঈদ বোনাসহ সব দাবি মেনে নেওয়ার আশ্বাস না পেলে কোনও কর্মকর্তাকে ঢুকতে দেবেন না। তবে টিএনজেড এর শ্রমিকরা সেখানকার আশপাশের সড়কে অবস্থান করলেও শ্রম কর্মকর্তাদের প্রবেশে তারা বাধা দিচ্ছেন না বলে জানান শ্রমিক নেতা শহীদুল ইসলাম।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা দেখবেন। এরপর নতুন কর্মসূচি দেবেন। সারা দিন তাদের কোনও কর্মসূচি নেই।

সোমবার (১৯ মে) সকাল ৯টায় সেখানে গিয়ে দেখা গেছে, কয়েকজন কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেন স্টাইল ক্রাফট ও ইয়ং রয়েল বিডি’র পোশাক শ্রমিকরা। তারা সকাল থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে নিজস্ব ব্যানার টানিয়ে পথরুদ্ধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, সুনির্দিষ্ট কোনও ঘোষণা না পেলে কাউকে ঢুকতে দেবেন না। এরই মধ্যে কয়েকজন ঢুকতে চাইলেও তাদের সঙ্গে বচসা হয়। তখন তর্ক না করে অনেক কর্মকর্তা আশাপাশে দাঁড়িয়ে থাকেন। বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও কর্মকর্তা প্রবেশ করতে পারেননি।

এই দুইটি কারখানার শ্রমিক আন্দোলনে নেতৃত্বদানকারী আমির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, তাদের ১ হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ২০ কোটি ৮৬ লাখ টাকা, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে গত ১০ মাস ধরে আন্দোলন করছেন। মালিকপক্ষ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি। তাই তারা বাধ্য হয়েই গত এক সপ্তাহ যাবত শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন। চূড়ান্ত আশ্বাস না পেলে সেখান থেকে সরবেন না।

অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে শ্রম ভবনের এক কর্মকর্তা জানান, মালিকপক্ষ পালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে চেষ্টা চলছে। তারপরও কাজে ব্যাঘাত ঘটানো দুঃখজনক।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
দাবি আদায় না করে ঘরে ফিরবেন না ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা
শহীদ মিনার ছাড়ার নির্দেশ পল্লী বিদ্যুৎ কর্মীদের; চলছে আলোচনা
শ্রমিক কল্যাণ তহবিলের অর্থেও বসছে ১০ শতাংশ কর
সর্বশেষ খবর
অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট
অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট
কমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
ঈদের ফিরতি যাত্রার চতুর্থ দিনকমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি, মৃত্যু ২৬ জনের
দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি, মৃত্যু ২৬ জনের
সর্বাধিক পঠিত
অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা
ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি