X
সোমবার, ১৬ জুন ২০২৫
২ আষাঢ় ১৪৩২

শুল্কমুক্ত সুবিধায় আনা দামি গাড়ি ফেলে রাখা হয় রাস্তায়, দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ২৩:১২আপডেট : ১৯ মে ২০২৫, ২৩:৩১

অবৈধ প্রক্রিয়ায় শুল্কমুক্ত কার্নেট সুবিধা সংবলিত গাড়ি এনে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ মে) দুপুরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ। তিনি জানান, দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

তানজীর আহমেদ জানান, অবৈধ পন্থায় শুল্কমুক্ত কার্নেট সুবিধা সংবলিত গাড়ি এনে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়— AUDI, BMW, LAND ROVER, VOLVO, TOYOTA-সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি সরকারি রাস্তার পাশে লাল কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে দুদক কর্মকর্তারা জানতে পারেন, গাড়িগুলো মাল্টিব্রান্ড ওয়ার্কশপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের। তারা দীর্ঘদিন থেকে এসব গাড়ি এভাবেই ফেলে রেখেছে।

দুদকের এনফোর্সমেন্ট টিম গাড়িগুলোর রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে এবং ওই ওয়ার্কশপের ডেটাবেজ যাচাই করে। গাড়িগুলো মাল্টিব্রান্ড ওয়ার্কশপের কাস্টমারের কিনা, কখন, কী কারণে ওয়ার্কশপে আনা হয়েছে, গাড়িগুলো কে নিয়ে এসেছে ও প্রকৃত মালিক কে এবং গাড়িগুলো এখনও ওয়ার্কশপে কেন পড়ে আছে সেসব তথ্য সংগ্রহ করে। এছাড়া, গাড়িগুলো কার্নেট সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে দেশে আনা হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউজের সঙ্গে যোগাযোগ করা হয়। একইসাথে গাড়িগুলোর রেজিস্ট্রেশন ও মালিকানা সংক্রান্ত তথ্য বিআরটিএ থেকে সংগ্রহ করা হয়।

প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, গাড়িগুলো কয়েক মাস থেকে শুরু করে বিগত এক বছর পর্যন্ত এভাবে সরকারি জায়গায় ফেলে রাখা হয়েছে, যা সন্দেহজনক। এ সংক্রান্ত সকল রেকর্ডপত্র বিস্তারিত খতিয়ে দেখবে দুদক।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
রোগী ও স্বজনকে মারধরের ঘটনার পর হাসপাতালে দুদকের অভিযান
স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
যবিপ্রবির সাবেক ভিসি আব্দুস সাত্তার কারাগারে
সর্বশেষ খবর
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
রোগী ও স্বজনকে মারধরের ঘটনার পর হাসপাতালে দুদকের অভিযান
রোগী ও স্বজনকে মারধরের ঘটনার পর হাসপাতালে দুদকের অভিযান
গলে চ্যালেঞ্জ যেমন আছে, থাকছে অনুপ্রেরণাও
গলে চ্যালেঞ্জ যেমন আছে, থাকছে অনুপ্রেরণাও
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ৫
সর্বাধিক পঠিত
নগরভবনে সভা করছেন ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’
নগরভবনে সভা করছেন ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা থেকে সরে দাঁড়ালো ভারত?
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা থেকে সরে দাঁড়ালো ভারত?
মামলাজটে আটকে আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি
মামলাজটে আটকে আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি
ইরানের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ‘অবমূল্যায়ন’ করেছে ইসরায়েল
ইরানের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ‘অবমূল্যায়ন’ করেছে ইসরায়েল
তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের
তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের