X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার প্রশ্নে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৪:২৩আপডেট : ২০ মে ২০২৫, ১৪:২৩

সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব ও আইন মন্ত্রণালয়কে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালত আগামী ২৬ জুন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।

এ সংক্রান্ত রিটের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
 
এর আগে গত ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে দায়েরকৃত জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলা সমূহের শুনানি সরাসরি সম্প্রচার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১০ জন বাদি হয়ে এই রিট দায়ের করেন। রিট আবেদনকারীগণ হলেন,সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি।

পরে রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেছিলেন, তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলাগুলো সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বিচার একটি মৌলিক অধিকার।
 
রিটে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি কেন সরাসরি সম্প্রচার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে একটি নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে, যেন আপিল বিভাগে চলমান গুরুত্বপূর্ণ মামলার শুনানি করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেয়। 

/বিআই/ইউএস/
সম্পর্কিত
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার ৪ আসামি রিমান্ডে 
১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯
দিনভর বৃষ্টিতে নাকাল নগরবাসী
দিনভর বৃষ্টিতে নাকাল নগরবাসী
মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
স্বাস্থ্য অধিদফতরের মূল ফটকে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ
স্বাস্থ্য অধিদফতরের মূল ফটকে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ