X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ফ্যাসিবাদের পেছনে থাকে উন্মাদনার রাজনীতি: ড. মাহবুবউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ২১:০১আপডেট : ২১ মে ২০২৫, ২২:১২

ফ্যাসিবাদের ইতিহাসের কথা উল্লেখ করে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পেছনে থাকে উন্মাদনার রাজনীতি। অন্যদের ছোট করার রাজনীতি।

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক' শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বলেন, তুলনামূলক অনগ্রসর পশ্চাৎপদ দেশেও ফ্যাসিবাদ আসতে পারে। উগ্র-জাতীয়তাবাদী ধ্বনি নিয়ে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ তৈরি করে নিজেদের ফ্যাসিবাদী শাসনের পথ তৈরি করেছে।

তিনি আরও বলেন, বিপুল সম্ভাবনা থাকলেও মানুষের মন না বুঝতে পারায় বামপন্থিরা এখনও বড় কিছু করতে পারেনি।

এসময় মাহবুবউল্লাহ 'ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক' বইটি প্রসঙ্গে বলেন, সাইফুল হকের বইটি গুরুত্বপূর্ণ। রাজনীতি সচেতন সবারই বইটি পড়া দরকার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক বলেন, ক্ষমতা মানুষকে বেপরোয়া করে তোলে। গত কয় মাসে আমরা তার কিছু উদ্বেগজনক লক্ষণ দেখছি। কারও হঠকারিতায় আমরা আমাদের অর্জন নষ্ট হয়ে যেতে দিতে পারি না।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান বলেন, সাইফুল হক এখনও আমাদের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছেন। এখন দেশের দরকার তার মতো প্রজ্ঞাবান ও সাহসী নেতৃত্বের। তার লেখা, কথা আর আপসহীন রাজনৈতিক জীবন আমাদের সাহস জোগায়।

কালের দাবি প্রকাশনার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বইয়ের লেখক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংবাদিক মুস্তফা কামাল মজুমদার, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর, সাংবাদিক ও গবেষক অনিন্দ্য আরিফ প্রমুখ।

/এএজে/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের