X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

নতুন তালিকায় ১১৫ প্রতীক, নেই ‘শাপলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৬:৫০আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৭:১৪

নির্বাচন কমিশনের বর্তমান তফসিলে থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন আরও ৪৬টি প্রতীক যুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ইসির নির্বাচনি প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি। তবে এ তালিকায় ‘শাপলা’ রাখা হয়নি। নতুন তালিকাটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানায়।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের তফসিলে প্রতীক যুক্ত করতে সংশ্লিষ্ট কমিটি মোট ১৫০টি প্রতীক চূড়ান্ত করে। কিন্তু কমিশন ১৫০টির মধ্যে কাটছাঁট করে ১১৫টি প্রতীক তফসিলে যুক্ত করার সিদ্ধান্ত দেয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানাতে পারে।

তারা আরও জানান, দলের সংখ্যা বাড়ছে। এছাড়া নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। নিবন্ধন পেতে ইতোমধ্যে ১৪৭টি নতুন দল আবেদন করেছে। তাই ভবিষ্যতে দলের সংখ্যা বাড়লে— যাতে প্রতীক কম না পড়ে তাই উদ্যোগটি নেওয়া হয়েছে।

তবে আইন মন্ত্রণালয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করতে যে প্রস্তাব পাঠানো হয়েছে, এতে ‘শাপলা’ প্রতীক রাখা হয়নি বলে জানিয়েছেন তারা।

নতুন যুক্ত হওয়া ৪৬টি-সহ ইসির প্রতীকের তফসিল দাঁড়াচ্ছে ১১৫টি। এগুলো হচ্ছে—

আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ী, টেলিভিশন, বই, রিক্সা, ঈগল, গাভী, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাঁপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ী, হারিকেন, হক্কা, হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে মোট ৫১টি। ১১৫ টি প্রতীকের মধ্যে ৫১টি থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য। আর অন্য প্রতীকগুলো থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি
আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা, বাদ হচ্ছে ইভিএম
শাপলা প্রতীক নিয়ে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার চাই: নাহিদ ইসলাম
গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার চাই: নাহিদ ইসলাম
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা তৈরির আহ্বানে আইনি নোটিশ
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা তৈরির আহ্বানে আইনি নোটিশ
শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস কানাডার
শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস কানাডার
মধ্যপ্রাচ্যে এখনও ফ্লাইট চালু হয়নি বিভিন্ন এয়ারলাইন্সের
মধ্যপ্রাচ্যে এখনও ফ্লাইট চালু হয়নি বিভিন্ন এয়ারলাইন্সের
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার