X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

নবজাতক বিক্রির অভিযোগে হাসপাতাল মালিকের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ২১:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২১:২৯

র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া নবজাতক রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায় শিশু বেচাকেনার অভিযোগে হাসপাতাল মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। শনিবার বেলা তিনটার দিকে নন্দীপাড়ার তালুকদার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের মালিককে ছয়মাসের কারাদণ্ড দেন।
র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় তিনদিন বয়সী এক নবজাতক উদ্ধার করা হয়। র‌্যাবের মোবাইল কোর্ট ক্লিনিকের মালিককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বলেও জানান তিনি।
মুফতি মাহমুদ খান বলেন, শনিবার নবজাতক বিক্রির তথ্য পাওয়ার পরই সেখানে র‌্যাব-৩ এর একটি  দল অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক আহমেদ এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। এসময় ৩ দিন বয়সের একটি নবজাতককে (ছেলে) বিক্রির চেষ্টা করেছিলেন হাসপাতালের মালিক আনোয়ারা আক্তার (৪৪)।
আনোয়ারা আক্তারকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা আরও বলেন, গত ২০ এপ্রিল তালুকদার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। তার মায়ের নাম

আরও পড়ুন:  প্রেসক্লাবের সামনে রাস্তা দখল করে বেকার নার্সদের অবস্থান ধর্মঘট রাজপথ দখল করতে আন্দোলনকারীরা ব্যবহার করছেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

সাবিনা (১৮), বাবা সোহেল। তাদের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ এলাকায়। আনোয়ারা আক্তার নবজাতকটিকে এক নিঃসন্তান নারীকে  দত্তক দেবেন বলে সাবিনার কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করে দিচ্ছিলেন। আজ শনিবার শিশুটিকে হস্তান্তরের তারিখ ছিল। এ সময় র‌্যাব হাজির হয়ে তাদের গ্রেফতার করে।

সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শাহজাহানপুর থেকে গত ১২ ফেব্রুয়ারি একটি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গত বছরের ১৫ ডিসেম্বর একটি এবং ২১ আগস্টে একটি নবজাতক চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে র‌্যাব ওই বাচ্চা তিনটিকে উদ্ধার করে।

এআরআর/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেএনএফ দমন অভিযান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি
কেএনএফ দমন অভিযান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি
জিএসটির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮ শতাংশ
জিএসটির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮ শতাংশ
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম