X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তোষামোদকারীদের আনিসের পাশে ভিড়তে দেইনি : রুবানা হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ০৩:১২আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৩:২৭

 

‘শহর নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিজিএমইএ চেয়ারম্যান রুবানা হক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী ও বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেছেন, আমি তোষামোদকারীদের কখনও আনিসের  পাশে ভিড়তে দেইনি। আতিক ভাই আমাদের খুব শ্রদ্ধার, তাকে যেন আমরা কেউ পথভ্রষ্ট না করি। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে 'শহর নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা' শীর্ষক সভায় তিনি একথা বলেন।

রুবানা হক বলেন, আমি কোনওদিন তোষামোদকারীদের আনিসের কাছে ভিড় করতে দেইনি। আমরা অহেতুক তোষামোদী করি। বড় নেতার পাশে সামনে দাঁড়িয়ে তাকে পথভ্রষ্ট করি। এই জায়গায় আতিক ভাইয়ের প্রতি আমার অনুরোধ, আপনি পথভ্রষ্ট হবেন না। কারও তোষামোদীতে তলিয়ে যাবেন না। আতিকুল ইসলামের কাছে অনেক প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন,  আমার তার জন্য সত্যি মায়া হয়। যে কেউ বক্তৃতা দিতে গেলে আনিসুল হকের নাম শতবার নিয়ে থাকে। এটি কিন্তু আতিক ভাইয়ের ওপর এক ধরনের চাপ। আবার একইভাবে মানুষ ইতিহাসকে অস্বীকারও করতে পারে না। আনিসুল হক ভালো একজন মেয়র ছিলেন, কাজ করার চেষ্টা করেছিলেন। অল্প কিছুদিন দায়িত্বে ছিলেন, অল্প দিনে যে শহর বদলানো সম্ভব  এটা আনিসুল হক দেখিয়েছিলেন। আনিসুল শুধু শুধু স্বপ্ন দেখায়নি, সে কাজ করেছে।

তিনি বলেন, ৩০ বছর আমি আনিসের পাশে প্রচ্ছন্ন ছায়া হিসেবে পাশে দাঁড়িয়ে ছিলাম। কখনও সামনে আসিনি, কখনও কোনও অর্গানাইজেশনে জয়েন করিনি। কিন্তু আনিসের সঙ্গেই ছিলাম। একটি মুহূর্তের জন্য আমি যেটা ঠিক মনে করেছি, সেটা করা থেকে আনিসকে কেউ আটকাতে পারেনি। আমি আশা করি আতিক ভাইয়ের পরিবার তাকে মনে করিয়ে দেবেন যে ব্যবসায়ী হয়ে থাকা এক জিনিস এবং জনগণের সেবক হওয়া আরেক জিনিস।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
সর্বশেষ খবর
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে