X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দুষ্টু লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করতে হবে: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৯:০৭আপডেট : ১৭ জুন ২০২১, ১৯:৪২

রাজধানী ঢাকার বর্তমান পরিস্থিতির জন্য কিছু দুষ্টু লোক দায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এসব ওয়ার্ডের রাস্তাঘাটগুলো এতটাই অপ্রশস্ত যে, বিপৎকালীন সময়ে জরুরি অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারতো না। এমনকি এই এলাকার বাড়িঘর থেকে মৃতদেহ বাইরে বের করাটাও খুবই কঠিন ছিল।’

আতিকুল ইসলাম বলেন, ‘প্রশস্ত রাস্তার গুরুত্ব অনুধাবন করেই এই এলাকার জনগণ একত্রিত হয়ে ভলান্টিয়ার হিসেবে এগিয়ে আসায় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকার অপ্রশস্ত রাস্তা প্রশস্ত করা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘এই এলাকার বাড়ির মালিকরা ২৭টি রাস্তার ১০ কিলোমিটার এলাকার অনেক দামি জমি ছেড়ে দিয়েছেন। তাদের মূল্যবান স্থাপনার আংশিক ভাঙতেও হয়েছে। এই কাজ করতে গিয়ে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হয়েছে। এসব রাস্তা প্রশস্ত করতে গেলে জমি অধিগ্রহণ করতে হতো, অনেক টাকাও খরচ করতে হতো।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘মাটি ও মানুষ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘বিশেষজ্ঞদের মতে, ২০২০ সালে ঢাকা মহানগরীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৯ সালের তুলনায় তিনগুণ হওয়ার কথা ছিল। কিন্তু ডিএনসিসি মেয়রের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় তা মোকাবিলা করা সম্ভব হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল না বললেই চলে।’

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ