X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় কেনাকাটার ধুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২২, ২১:০০আপডেট : ০১ মে ২০২২, ২১:০৬

মঙ্গলবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। আর তাই মার্কেট ও শপিং মলগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে দোকান। বিক্রিও চলছে সমানতালে। রাজধানীর মার্কেটগুলো ঘুরে দেখা গেলো এমন চিত্র।

রাজধানীর শপিং মলগুলোতে এখন দুই বেলাতেই ক্রেতার সমাগম চোখে পড়ার মতো। শিশু-তরুণ-তরুণী-বয়স্ক সবাই আসছেন কিছু না কিছু কিনতে। বেচাকেনা চলছে গভীর রাত পর্যন্ত।

আতর, টুপি ও জায়নামাজের দোকানেও বেশ ভিড়। পছন্দের তালিকায় থাকছে ছেলেদের পাঞ্জাবি।

ঢাকায় কেনাকাটার ধুম

ফ্যাশন হাউজ আড়ং, বিশ্ব রঙ, ইয়েলো, রঙ বাংলাদেশ, নবরূপা, মেট্রো, ইনফিনিটি, ক্যাটস আই, জেন্টেল পার্কের মতো ব্র্যান্ড শপগুলোতে শেষ মুহূর্তে কেনাকাটায় পোশাকের পাশাপাশি প্রাধান্য পাচ্ছে জুতা, কসমেটিকস, পারফিউম।

এছাড়া এলিফ্যান্ট রোড, ধানমন্ডি হকার্স, মিরপুর রোড, গুলিস্তান, যাত্রাবাড়ী, ওয়ারী র‌্যাঙ্কিন স্ট্রিট, খিলগাঁও সিটি করপোরেশন মার্কেট, বেইলি রোড, মৌচাক, মিরপুর বেনারসি পল্লিসহ ঢাকার প্রতিটি ফ্যাশন হাউজে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

পাঞ্জাবি, শাড়ি, থ্রিপিস, শার্ট, প্যান্ট, জুয়েলারি পণ্য ও জুতোই এখন মূল আকর্ষণ।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পাঞ্জাবি কিনতে আসা সোহেল জানান, ‘অনেক জায়গায় ঘুরেছি পাঞ্জাবির জন্য। পছন্দ মতো পাইনি। এতদিন ভিড় আর জ্যামের কথা চিন্তা করে আসিনি। এখন অনেকেই বাড়ি গেছেন। তাই ভাবলাম এখন একটু ফাঁকা পাওয়া যাবে। ফ্যাশন হাউজগুলোতে অবশ্য পাঞ্জাবির কালেকশন প্রায় শেষের দিকে। ডিজাইন পছন্দ হলেও সাইজ পাওয়া যাচ্ছে না।’

ঢাকায় কেনাকাটার ধুম

ক্রেতার ভিড় দেখা গেছে রাজধানীর নিউ মার্কেট এলাকাতেও। টুকিটাকি জিনিসের জন্য এখানে আসছেন ক্রেতারা। ঢাকা কলেজের সামনে ফুটপাতেও ব্যস্ত দোকানিরা। দামে হলে ক্রেতা নিচ্ছেন, না হয় ‍ঢুঁ মারছেন অন্য কোথাও।

মিরপুর থেকে নিউ মার্কেটে টি-শার্ট কিনতে আসা সুমন জানান, ভালো ডিজাইনের টি-শার্ট পাচ্ছি না। প্যান্টও লাগবে। এখানে কমে পাওয়া যায় শুনে এসেছি। কিন্তু দাম একটু বেশিই মনে হচ্ছে।’

বিক্রেতারা জানালেন, ঈদের আগে সকাল থেকে মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত ক্রেতার আনাগোনা থাকে মার্কেটে। তাই দোকানিরা চব্বিশ ঘণ্টাই ব্যস্ত।

/এসও/এফএ/এমওএফ/
সম্পর্কিত
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ