X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

লন্ড্রিতে স্তূপ, সেলুন-বিউটি পার্লারে লাইন

জুবায়ের আহমেদ
০১ মে ২০২২, ২২:৩০আপডেট : ০১ মে ২০২২, ২২:৩৩

কথা বলারও সময় নেই লন্ড্রি আর সেলুনগুলোর কর্মীদের। বিউটি পার্লারগুলোতে গিয়ে নিতে হচ্ছে সিরিয়ালের টোকেন।

সরেজমিন ঘুরে দেখা যায় রাজধানীর সেলুনগুলোতে চুল কাটার কাঁচি চলছে সমানতালে। লন্ড্রির দোকানে পড়ে আছে কাপড়ের স্তূপ। বিউটি পার্লারগুলোতে নেই অপেক্ষা করার জায়গা। গত দুই বছর থমকে থাকা এ ব্যবসাগুলো এবারের ঈদ যেন প্রাণ ফিরে পেলো।

 

চলছে ধোয়া গভীর রাতে

রোজার শুরু থেকেই লন্ড্রির দোকানগুলোতে কাজের চাপ বাড়তে থাকে। প্রথমদিকে এলাকাভিত্তিক ছোটছোট পোশাক কারখানার কাজ আসতে থাকে। একেক প্রতিষ্ঠান থেকে এ মাসে স্থানীয় লন্ড্রির দোকানদাররা গড়ে ৫ থেকে ১০ হাজার পিস কাপড় পান ইস্ত্রি করার জন্য।

ঈদ ঘনিয়ে এলে বাড়ে বাসাবাড়ির শার্ট, প্যান্ট পাঞ্জাবির কাজ। ইস্ত্রির অর্ডারও জমে পাহাড়সম হতে থাকে। দিনে গড়ে ৪০০ পিস কাপড়ও আসে মহল্লার একটি লন্ড্রির দোকানে। চাপ সামলাতে রোজার শুরুতেই নেওয়া হয় চুক্তিভিত্তিক কর্মী।

রাজধানীর পলাশনগরের লন্ড্রির দোকানদার মোহম্মদ মুস্তাকিম বলেন, ‘রোজার শুরুতে নতুন পার্টির কাজ পেয়েছিলাম। অনেকে আবার ঈদের নতুন জামা ধুয়ে পরে। কেউ আবার বাসায় থাকা ভালো জামাটা ঈদের জামা হিসেবে চালায়। সেটাও ধুয়ে ইস্ত্রি করে নিতে হয়। এসব কারণে ঈদের আগে সিভিল পোশাকেরও চাপ বাড়ে। এখন সকাল-রাত দুই শিফটেই কাজ করতে হয়।’

 

সিরিয়াল ছাড়া চুল কাটা যাচ্ছে না

ছোট-বড় সব বয়সী পুরুষই ভিড় জমাচ্ছেন স্থানীয় নরসুন্দরের কাছে। এলাকার সেলুনগুলো ঘুরে দেখা যায় অপেক্ষমাণ মানুষদের। অনেকেই বসে আছেন সিরিয়াল পাওয়ার অপেক্ষায়।

২৬ রোজার পর থেকেই মূলত চুল কাটার ভিড় বেড়েছে জানিয়ে মায়ের দোয়া সেলুনের মালিক শিহিদুল ইসলাম বলেন, ‘এখন ৪ জন কারিগর দিনে ৪০-৫০ জনের চুল কাটছে। মজুরিও খানিকটা বেড়েছে। ৫০ টাকার মজুরি ১০০ টাকা। তবে গ্রাহকদের অভিযোগ নেই। কেউ উল্টো বকশিশও দিচ্ছে।’

লন্ড্রিতে স্তূপ, সেলুন-বিউটি পার্লারে লাইন

পার্লারে ঠাঁই নেই

মিরপুর ২-এর কবরিকা বিউটি পার্লারে সিরিয়াল না পাওয়ায় ফিরে যান তনু আর রীতা। পরদিন আবার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তারা।

মাঝারি সাইজের বিউটি পার্লারটি গ্রাহকে টইটম্বুর। বসে যে অপেক্ষা করবেন, সেই জায়গাটুকুও নেই।

কবরিকা বিউটি পার্লারের স্বত্বাধিকারী মিতা মৃহী জানালেন, চার জনে মিলে কাজ করলেও হিমশিম খেতে হচ্ছে তাদের।

সাজ বিউটি পার্লারের মালিক শিউলি মজুমদার জানান আপাতত ভ্রূ প্লাক, চুল সাইজ করা, ফেসিয়ালের গ্রাহক বেশি। চাঁদ রাতে মেহেদি লাগানোর ধুমও পড়বে।

/এফএ/
সম্পর্কিত
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ