X
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
৯ ফাল্গুন ১৪৩০

আসছে কালবৈশাখী ঝড়, কমতে পারে দাবদাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৯:০৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২০:৫৬

একদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বইছে দাবদাহ, অপরদিকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড় হলে দাবদাহ কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী, কিছু এলাকায় ইতোমধ্যে ঝড়-বৃষ্টি হয়ে গেছে। এতে অনেক এলাকার দাবদাহ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর কর্তৃপক্ষ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকায় ৩৬ দশমিক ৬, রাজশাহীতে ৩৭,  রংপুরে ৩৩, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, সিলেটে ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ৩৫ দশমিক ২ এবং বরিশালে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে ৩১ মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় ২৯, কুমারখালীতে ২৫, বদলগাছিতে ১৭, বগুড়ায় ১৩, চুয়াডাঙ্গায় ১২, সিলেটে ১১, ঢাকায় ১০, খুলনায় ৮, সাতক্ষীরা ও টাঙ্গাইলে ৫, পটুয়াখালী ও ঈশ্বরদীতে ৪, কুমিল্লা, চাঁদপুর ও মাদারীপুরের ৩, মোংলা, ময়মনসিংহ ও তেতুলিয়ায় ২, তাড়াশ, ডিমলা, গোপালগঞ্জ ও নিকলতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বরিশাল, খেপুপাড়া, শ্রীমঙ্গল ও রাজশাহীতে সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়—ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে কমে আসতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, চলতে পারে শনিবার পর্যন্ত
আজকের আবহাওয়া: ঢাকাসহ একাধিক অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস
বৃষ্টির পূর্বাভাস, শিলাবৃষ্টির শঙ্কা
সর্বশেষ খবর
সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা
সুচিত্রার টানে জাতীয় প্রেস ক্লাবে দুই বন্ধুর ছুটে আসা
করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৭৩
করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৭৩
রংপুর রাইডার্সের অন্যরকম দিন
রংপুর রাইডার্সের অন্যরকম দিন
মাতৃভাষায় কথা বলার অধিকারের পেছনে আছে বঙ্গবন্ধুর অবদান: শেখ হাসিনা
মাতৃভাষায় কথা বলার অধিকারের পেছনে আছে বঙ্গবন্ধুর অবদান: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
দুঃখ ঘুচছে উত্তরের, দূরত্ব কমবে ১১২ কিমি
দুঃখ ঘুচছে উত্তরের, দূরত্ব কমবে ১১২ কিমি
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফিরে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা তরুণের
মানবপাচারলিবিয়ার ‘গেমঘর’ থেকে ফিরে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা তরুণের
আত্মীয় হলেই চাকরি মেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে!
আত্মীয় হলেই চাকরি মেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে!
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ‘নতুন অধ্যায়’: কী চায় দুই দেশ?
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ‘নতুন অধ্যায়’: কী চায় দুই দেশ?
৫ লাখ শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা দিতে হাইকোর্টের রায়
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান৫ লাখ শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা দিতে হাইকোর্টের রায়