X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নদী ‘খুনের’ তিন কারণ জানালেন আনু মুহাম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫

একের পর এক দেশের নদীগুলো ‘খুন’ হওয়ার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘দেশের নদীগুলো যে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, এর পেছনে তিনটা উৎস। প্রথমত ভারত, দ্বিতীয়ত, নদীসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প, তৃতীয় নদী দখল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘দখলের গ্রাসে শুঁটকি নদীর ২৬ কিলোমিটার, ৫০ বছরের নদী লুট ঠেকাতে নাগরিক আহ্বান’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। হিউম্যানিটি ফাউন্ডেশন, নোঙর, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ইনিশিয়েটিভ ফর পিস যৌথভাবে এ সভার আয়োজন করে।

ড. আনু মুহাম্মদ বলেন, ‘ভারতে বাঁধ ও নদী সংযোগ প্রকল্প হওয়ার কারণে আমাদের নদীগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিত কাজের কারণে সীমানা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে। এসব প্রকল্পের সঙ্গে অনেক দেশীয় ও আন্তর্জাতিক ব্যক্তি, সংস্থা ঋণ দিচ্ছে। এছাড়া সরাসরি নদী দখল করা হচ্ছে। এটা সরাসরি ক্ষমতার সঙ্গে জড়িত।’

ক্ষমতাসীনরাই দখলদারদের মদদ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে এক মেয়র বললেন, আমরা বুড়িগঙ্গাকে আরেকটা হাতিরঝিল বানাবো। যারা নদী এবং ঝিলের তফাৎ জানে না বা নদীকে ঝিল বানানো একটা গৌরবের বিষয় মনে করেন, একটা উন্নয়ন প্রকল্পভাবে তারাই তো নেতৃত্ব দিচ্ছে, কর্তৃত্ব করছে।’

সভায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের সামগ্রিক নদী প্রশাসনের চিত্রটা খুব ঘোলাটে। আপনি একের পর এক প্রতিষ্ঠান তৈরি করছেন। এমনকি একটা নদী রক্ষা কমিশনও করে ফেলেছেন। তারপরও কি নদীগুলোকে বাঁচানো যাচ্ছে? আসলে নদী বাঁচানোর ইচ্ছা নেই। তবু দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ নদী রক্ষার জন্য দাঁড়াচ্ছে। নদী, পরিবেশ-প্রতিবেশ রক্ষার আন্দোলন আমাদের আরও সাহসিকতা, সততার সঙ্গে করতে হবে।’

নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘দলমত-নির্বিশেষে নদী সবার। তাই এটা আমাদের সবার রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোর কেউ বলছে না, নদী উদ্ধার চাই। তাদেরও বলা উচিত।’

হিউম্যানিটি ফাউন্ডেশন ও ইনিশিয়েটিভ ফর পিস চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক প্রধান নির্বাহী শিপা হাফেজ, নোঙরের চেয়ারম্যান সুমন শামস, আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ এবং নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা প্রমুখ।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
আড়িয়াল খাঁয় ডুবে নিখোঁজের দুই দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
সর্বশেষ খবর
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ