X
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটায় পরিজার নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৮:১৭আপডেট : ২০ মে ২০২৪, ১৮:১৭

রাতের আঁধারে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশ ও জলাবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)।  সোমবার (২০ মে) এক বিবৃতিতে পারিজার সভাপতি প্রকৌশলী মো. আবদুস সোবহান ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল এই নিন্দা জানান।

তারা বলেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা রাজধানীতে টিকে থাকা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সবুজ বলয়ের মধ্যে অন্যতম। এই সবুজ বলয় ঢাকার তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে, ভূগর্ভস্থ পানি পুনর্বরণ, অক্সিজেন সরবরাহ ও কার্বন ডাইঅক্সাইড শোষণে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

রবিবার (১৯ মে) দিবাগত রাতে উন্নয়নের নামে রাতের আঁধারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার অভিযোগ করেন পরিবেশবিদরা। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কাটা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

পরিজাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সচেতন মহল ও ব্যক্তি সোহরাওয়ার্দী উদ্যানে ভাবগাম্ভীর্য পরিপন্থি অপ্রয়োজনীয় স্থাপনা নির্মাণে গাছ কাটা বন্ধের দাবি জানিয়ে আসছে। এর আগে পরিবেশবিদসহ অন্যান্য সচেতন মহলের দাবির পরিপ্রেক্ষিতে গাছ না কেটে এবং পরিবেশ সমুন্নত রেখে সোহরাওয়ার্দী উদ্যানের কাজ চলমান রাখা গণতান্ত্রিক সরকারের বিচক্ষণ, দায়িত্বশীল এবং গণবান্ধব একটি সিন্ধান্ত ছিল, যা সর্ব মহলে প্রশংসিত হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ ২০১০ সালে কয়েক দফা নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান এলাকা নিছক একটি এলাকা নয়। এই এলাকাটি একটি বিশেষ এলাকা হিসেবে পরিগণিত হয় এবং এর একটি ঐতিহাসিক ও পরিবেশগত ঐতিহ্য আছে।

সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ভাবগাম্ভীর্য সমুন্নত রেখে এবং পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন এবং তার আলোকে উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে বেশ কিছু সুপারিশ করেছে পারিজা। সুপারিশগুল হলো– হাইকোর্টের ২০১০ সালের নির্দেশনার আলোকে একাত্তর পরবর্তী সব ধরনের স্থাপনা শিশু পার্ক, মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ, ফুলের মার্কেট সরিয়ে নেওয়া; গাছপালা রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা; নির্বিচারে গাছ নিধন বন্ধ করা; জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখি ও প্রাণীদের আবাস এবং খাদ্য ব্যবস্থা যেন ধ্বংস না হয় তা লক্ষ্য রাখা এবং নতুন করে তাদের আবাস ও খাদ্যের সংস্থানে সহায়ক গাছ লাগানো।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না: হাইকোর্টের রায় 
তুলা উন্নয়ন বোর্ডের খামারের জন্য কাটা হচ্ছে অর্ধশতাধিক গাছ
উজাড় হচ্ছে ঝাউবাগান, হুমকিতে টেকনাফ উপকূল
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় সিএমপির অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার
২৪ ঘণ্টায় সিএমপির অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার
কিশোরগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে আহত ২০
‘ক্যাডার যার মন্ত্রণালয় তার প্রস্তাব সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে’
‘ক্যাডার যার মন্ত্রণালয় তার প্রস্তাব সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে’
জুলাই গণঅভ্যুথানে গুলিবিদ্ধ পলাশকে পাঠানো হলো থাইল্যান্ডে
জুলাই গণঅভ্যুথানে গুলিবিদ্ধ পলাশকে পাঠানো হলো থাইল্যান্ডে
সর্বাধিক পঠিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান