X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রফিকুল হক ‘দাদু ভাই’ আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৪:২৪আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:২৫

‘দাদু ভাই’ হিসেবে পরিচিতি পাওয়া শিশু সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক রফিকুল হক মারা গেছেন। রবিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে তার পরিবারসূত্রে নিশ্চিত হওয়া গেছে। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ছড়াকার রফিকুল হক সবশেষ দৈনিক যুগান্তর ফিচার এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তার এক সহকর্মী জানিয়েছেন, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মধ্যে গত বছর পরপর দু’বার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে মাস ছয়েক আগে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন।

১৯৩৭ সালের ৮ জানুয়ারি জন্ম নেওয়া রফিকুল হকের গ্রামের বাড়ি রংপুরের কামাল কাছনায়। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় ছেলে দেশের বাইরে থাকেন।

এদিকে একুশে পদকপ্রাপ্ত এই ছড়াকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্ষীয়ান এই সাহিত্যিক ও সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যাঙ্গণে। শিশুসাহিত্যিক ও কবি আসলাম সানী বাংলা ট্রিবিউনকে বলেন, দাদু ভাই আমাদের কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী। তিনি আমাদের অভিভাবক ছিলেন। তার হাতের উপর শিশুসাহিত্য বিকশিত হয়েছে। 

লেখালেখির জগতে তিনি অনেককে অনুপ্রেরণা দিয়েছেন, যারা আজ তারকাখ্যাতি লাভ করেছেন। কিন্তু আজ আমাদের প্রধান তারকার পতন ঘটলো। তার মৃত্যুতে আমি শোকে স্তব্ধ। তার আত্মার শান্তি কামনা করি।
 
খালেক বিন জয়েনউদদীন বলেন, রফিকুল হক দাদুভাই আমাদের গুরু ছিলেন। তিনি আমাদের খুব স্নেহ করতেন। তার মৃত্যু আমাকে মুষড়ে দিয়েছে। বাংলা একাডেমি পুরস্কার তিনি পেলেও আমরা তাকে যথার্থ মূল্যায়ন করতে পারিনি। অথচ, তার সাহিত্য আজীবন পাঠকের মনে-মননে বিরাজ করবে।

পরিবার সূত্রে জানা গেছে, রফিকুল হককে বাদ আছর দৈনিক যুগান্তরের কার্যালয় এবং মাগরিবের পর বাসাবো জামে মসজিদে দুই দফা জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে