X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৩:৩৫আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৬:৫৯

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘শাহজাহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার মৃত্যুতে দল একজন দক্ষ রাজনীতিককে হারালো। আমি হারালাম একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে।’

শাহজাহান মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রবীণ রাজনীতিবিদ মো. শাহজাহান মিয়া তার বর্ণাঢ্য কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমরা একজন কর্মবীর মানুষকে হারালাম।’

শাহজাহান মিয়ার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শনিবার ভোর ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাহজাহান মিয়া। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শাহজাহান মিয়া টানা দুই যুগেরও বেশি সময় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান এবং পটুয়াখালী-১ আসনের তিন বারের সংসদ সদস্য ছিলেন। পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতির পদেও নির্বাচিত হয়েছিলেন একাধিক মেয়াদে।

তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আরও পড়ুন...

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যু

/ইএইচএস/এমআরএস/এসআই/আরকে/
সম্পর্কিত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব: দুদক চেয়ারম্যান
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
সর্বশেষ খবর
উজানে ভারী বৃষ্টিতে বাড়তে পারে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি
উজানে ভারী বৃষ্টিতে বাড়তে পারে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি
উড়ালসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক নিহত
উড়ালসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক নিহত
এনবিআরে রবিবারও কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা
এনবিআরে রবিবারও কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা
যেসব এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হলো
যেসব এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হলো
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত