X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

সোমবার বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে বাবুল কাজীর জানাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে বাবুল কাজীকে।

এসব তথ্য জানিয়েছেন বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আজ (রবিবার) রাতে বার্ন ইনস্টিটিউট হাসপাতাল থেকে বাবুল কাজীর মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হচ্ছে। সেখানে মরদেহ গোসল করানোর পর বনানীর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর আগামীকাল বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

প্রসঙ্গত, শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় নিজ ওয়াশরুমে গ্যাস লাইটার জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। তার শরীরে ৭৪ শতাংশ দগ্ধ হয়ে শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। এরপর থেকে তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। সবশেষ রবিবার বিকালে তিনি মারা যান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান কাজী সব্যসাচীর ছেলে বাবুল কাজী। তার মায়ের নাম উমা কাজী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি। ১৯৬৭ সালের ২০ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন বাবুল কাজী। তার স্ত্রী নাদিরা ফারজানা রুনা এবং দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকায় বনানীতে থাকতেন তিনি। বাবুল কাজী ছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন
শহীদ বাবার পাশেই মেয়েকে দাফন, জানাজায় রিজভী ও সারজিস
ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের শেষ জানাজা সম্পন্ন
সর্বশেষ খবর
ইসির নিবন্ধন কেটে আ.লীগের নাম সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার হোসেন
ইসির নিবন্ধন কেটে আ.লীগের নাম সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার হোসেন
বেড়েছে মুরগির দাম, সবজিও ঊর্ধ্বমুখী
বেড়েছে মুরগির দাম, সবজিও ঊর্ধ্বমুখী
সরকার দাবি না মানলে জনতার আদালত বানিয়ে আ.লীগের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম
সরকার দাবি না মানলে জনতার আদালত বানিয়ে আ.লীগের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?