X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীও তনু হত্যার বিচার চায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১৮:১৯আপডেট : ২৩ জুন ২০১৬, ১৮:২৫





তনু হত্যাকাণ্ড কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার চায় সেনাবাহিনীও। এ লক্ষ্যে খুনিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের মাধ্যমে যথাযথ বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো আইএসপিআর-এর এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সম্প্রতি ঘটে যাওয়া দুঃখজনক তনু হত্যাকাণ্ডের তদন্ত করছে যথাযথ কর্তৃপক্ষ। বাংলাদেশ সেনাবাহিনীও তদন্তে পূর্ণাঙ্গ ও আন্তরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। কিন্তু তনুর পরিবার থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন ও অসংলগ্ন অভিযোগ করা হচ্ছে। এতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার সুযোগ রয়ে যাচ্ছে।
সেনানিবাসের ভেতরে বসবাসরত অন্য সব পরিবারের মতোই তনুর পরিবারকে সবরকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাদের স্বাধীন চলাচলে কোনও ধরনের বিঘ্ন সৃষ্টি করা হয়নি। হত্যাকাণ্ডের পর প্রাথমিকভাবে নিরাপত্তা ও তদন্তের স্বার্থে তাদের বাসস্থান এলাকায় প্রহরী নিয়োগ করা হলেও পরবর্তী সময়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সেনানিবাসের ভেতরে যাতায়াতে ক্ষেত্রে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সামরিক রীতি কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা বা কারও ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার জন্য নয়। তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মরত সদস্য। তিনি অন্য সবার মতোই সেনানিবাসের ভেতরে নিরাপত্তা পাচ্ছেন। তাকে বাস বা মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা প্রচেষ্টা করা হয়েছে এই মর্মে এখন পর্যন্ত কাউকেই কোনও কিছু জানায়নি তনুর পরিবার।
এই ব্যাপারে তনুর বাবা ইয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও)। যিনি বেসামরিক প্রশাসন থেকে প্রেষণে নিয়োজিত একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে ইয়ার হোসেন গাড়ি চাপায় হত্যাচেষ্টার বিষয়ে নির্ভরযোগ্য কোনও তথ্য দিতে পারেননি। এছাড়া তিনি এ ব্যাপারে সেনা কর্তৃপক্ষ বা তদন্তকারী কাউকেই এ বিষয়ে অভিযোগ করেননি।
আইএসপিআরের বক্তব্যে আরও বলা হয়, তনুর পরিবার সেনাবাহিনীর অন্য সব পরিবারের মতো এখনও সেনানিবাসের ভেতরে বসবাস করছেন। সেনা কর্তৃপক্ষ তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ তার শোকাহত পরিবারকে সবধরনের সহযোগিতা দিতে বদ্ধ পরিকর।
/জেইউ/এমএনএইচ/

আরও পড়তে পারেন:  রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা