X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যেভাবে লিফট ছিঁড়ে আগুন, ছয় জনের প্রাণহানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৬, ২২:১৮আপডেট : ২৪ জুন ২০১৬, ২৩:১৫

হঠাৎ বিকট শব্দে রাজধানীর উত্তরার আজমপুরের ১৬ তলা বিশিষ্ট আলাউদ্দিন মার্কেটের ক্যাপসুল লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। পুরো ভবন হয়ে পড়ে বিদ্যুৎবিহীন। লিফটের বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে ভবনের ভেতরে অন্ধকার হয়ে যায়। লিফট ছিঁড়ে ও অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত অর্ধশত মানুষ।

লিফট ছিঁড়ে আগুন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বাংলা ট্রিবিউনকে জানান, লিফটের রশি ছিঁড়ে ভবনের বেজমেন্টে একটি নামাজের স্থানে পড়ে। এতে নামাজের ঘরের দেয়াল ভেঙে যায়, তাতেই এসব হতাহতের ঘটনা ঘটে। তবে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ করে ওই ভবনের সামনের ক্যাপসুল লিফটটির তার ছিঁড়ে পড়ে যায়। এ সময় বিকট শব্দে লিফটের গ্লাস ফেটে সড়কে চলে আসে। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৭ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।
অগ্নিকাণ্ডের সময় ১৬তলা ভবনটির নিচতলায় ট্রপিক্যাল হোমস লিমিটেডের একটি ইফতার মাহফিল চলছিল। এতে ওই কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবারের সদস্য ও শিশুদের নিয়ে অংশ নিতে আসছিলেন।
লিফট ছিঁড়ে আগুন এ সময় উপস্থিত ছিলেন ট্রপিক্যাল হোমস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান। আগুনে দগ্ধ হয়েছেন তিনি এবং তার দুই সন্তান। এ ঘটনায় দগ্ধ হয় তার ১০ বছরের মেয়ে মেহনাজ হাসান মায়েশা ও আট মাসের ছেলে মুনতাকিন হাসান। মামুন (২৫) নামে আরও এক তরুণকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সবার অবস্থাই আশঙ্কাজনক।
এ সময় যারা লিফটে ছিল তাদের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তাদের সবার নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
ভবনের নিরাপত্তাকর্মী জালাল জানান, তিনি ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের নির্দশনা দিয়ে থাকেন। হঠাৎ ভবনের লিফট ছিঁড়েই নিচে পড়ে যায়। লিফটের নিরাপত্তা বেষ্টনীর গ্লাস ভেঙে সব রাস্তার দিকে আসছিল। আমার মাথায় ও হাতে লেগে কেটে গেছে। এরপর ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন আর ধোঁয়া দেখতে পাই। এ সময় অনেকে দৌড়ে বের হয়ে আসেন। আবার অনেকেই বের হতে পারেননি।’
ঢাকা মহানগর উত্তরা বিভাগের ডিসি বিধান ত্রিপুরা আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের জানান, কী কারেণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা তারা ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন: উত্তরায় আলাউদ্দিন মার্কেটে লিফট ছিঁড়ে আগুন, নিহত ৬

/ এমএনএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে