পুলিশ পাওয়া যায়নি বলে রাজউকের উচ্ছেদ অভিযান চালানো যায়নি। অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা ও লোকবল নিয়ে রাজউক কর্মকর্তারা প্রস্তুত থাকার পরও পুলিশ না পাওয়ায় পূর্ব নির্ধারিত উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়ে যায়। রাজউকের অথরাইজড অফিসার শফিউল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার ছিল ধানমণ্ডি ও উত্তরা এলাকায় রাজউকের নির্ধারিত উচ্ছেদ অভিযান কার্যক্রম। আগামীকাল সোমবার এ দুটি এলাকাসহ গুলশান, বনানী ও বারিধারায় উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।রাজউকের পরিচালক দুলাল কৃষ্ণ সাহা বাংলা ট্রিবিউনকে জানান, আমাদের সকল প্রস্তুতি ছিল, কিন্তু পুলিশ না পাওয়ায় আজ রবিবারের অভিযান চালানো যায়নি। তবে আগামী কাল সোমবার নির্ধারিত অভিযান চালানো হবে।
রাজউক সূত্র জানিয়েছে, ২৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত রাজউকের উচ্ছেদ অভিযান চলবে ।
ওএফ/ এপিএইচ/