X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

উপসচিব মিজানুর রহমানের জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০১৭, ১৮:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:৩৬

উপসচিব মিজানুর রহমান ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার প্রশাসন ক্যাডারের কর্মকর্তা (উপসচিব) মিজানুর রহমানের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকালে জামিনের আবদেন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। মহানগর হাকিম আদালতের দুদক বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকতা মো. ওবাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে মামলার তদন্তকারী কর্মকতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষে আইনজীবী কাজী নজিব উল্লাহ হীরু জামিনের আবেদন করেন।  বিচারক শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, রবিবার (৮জানুয়ারি)  রাত ৯টার দিকে উপসচিব মিজানুর রহমানকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাকে রাজধানীর খিলগাঁওয়ের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সড়ক ও জনপদ বিভাগে আইন কর্মকর্তা হিসেবে প্রেষণে কর্মরত আছেন। মাইনুদ্দীন নামে সড়ক ও জনপদ বিভাগের একজন ইজারাদারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।

দুদকের তথ্য অনুযায়ী ইজারাদার মাইনুদ্দীন অভিযোগে জানান, তার একটি তদন্ত প্রতিবেদনের জন্য উপসচিব মিজানুর রহমান এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই একই কাজের জন্য আরও নয় লাখ টাকা দাবি করেন মিজানুর রহমান। দ্বিতীয় দফা ঘুষ দাবির পর মাইনুদ্দীন দুদকের কাছে অভিযোগ করেন।

অভিযোগ আমলে নিয়ে দুদক প্রাথমিক তদন্ত চালায়। পরে রবিবার ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে খিলগাঁওয়ের বিএফসি রেস্টুরেন্টে অবস্থান নেয় দুদকের একটি টিম। রাত ৯টার দিকে মিজানুর রহমান হাতেনাতে ঘুষ নেওয়ার সময় দুদকের ওই টিমের হাতে গ্রেফতার হন।

আরও পড়ুন: ঘুষ নেওয়ার সময় উপসচিব হাতেনাতে গ্রেফতার

/এসআইটি/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে বাবার মৃত্যু, ছেলে আহত
মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে বাবার মৃত্যু, ছেলে আহত
অপরিপক্ব ফলে সয়লাব রাজধানীর বাজার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
অপরিপক্ব ফলে সয়লাব রাজধানীর বাজার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
কিরগিজে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছে
কিরগিজে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি