X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

‘শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় অন্য কারও ইন্ধন রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ০৩:৫১আপডেট : ০১ মার্চ ২০১৭, ০৪:০৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পরিবহন শ্রমিকদের বাইরের কারও ইন্ধন রয়েছে বলে সন্দেহের কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক। বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমার মনে হয়, এ ঘটনায় বাইরের কারও ইন্ধন রয়েছে। এতদিন ধরে যারা আগুন-সন্ত্রাস করেছে, এই ঘটনার সঙ্গে তারা জড়িত কিনা, তা খতিয়ে দেখতে হবে।’ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাত ৯টায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ শুরু হয়ে পরিস্থিতি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসার পর রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্য। এসময় তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন, আধা ঘণ্টার চেষ্টাতেই তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। তবে তার চেষ্টা সফল হয়নি।
পরে আসলামুল হক স্থানীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন মাজার রোডে। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আমিও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তাদের বোঝানো যাচ্ছে না।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে—কোনও শ্রমিক নেতাকেই পাওয়া যাচ্ছে না, যাদের মাধ্যমে সমাধান করা যাবে।’
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে গাবতলীর স্থানীয় এই সংসদ সদস্য বলেন, ‘এতদিন ধরে যারা আগুন-সন্ত্রাস করেছে, তারা এই ঘটনায় সম্পৃক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।’
তবে যেকোনও পরিস্থিতিতে মানুষের পাশে রয়েছেন বলেও আশ্বস্ত করেন আসলামুল হক। তিনি বলেন, ‘মানুষের জানমাল রক্ষার জন্য আমি কাজ করব। জামায়াত-বিএনপি সবসময় সুযোগ খোঁজে। তারা যেন সেই সুযোগ না পায়, সেজন্য আমি নেতাকর্মীদের নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকব।’ এ সময় ভোর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ জানান সরকারদলীয় এই সংসদ সদস্য।

আরও পড়ুন-

অবরুদ্ধ গাবতলী: অ্যাম্বুলেন্স ঢুকতে না দেওয়ায় রিকশাই ভরসা

র‌্যাব-পুলিশ দেখলেই উত্তেজিত হয়ে পড়ছেন শ্রমিকরা

গাবতলীতে শ্রমিকদের অবস্থান, পরিস্থিতি থমথমে

লাশবাহী গাড়িও যেতে দিচ্ছেন না শ্রমিকরা

/সিএ/এআরআর/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল