X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ফের বাংলাদেশ ব্যাংকে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৯:১৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২৩:০৯

বাংলাদেশ ব্যাংকে আগুন, ২৩ মার্চের ছবি আবারও বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছে। তবে এতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ৩০ তলা ভবনের ১৮তম তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৩০ তলা ভবনের ১৮ তলায় লিফটের মেরামতের কাজ করার সময় কাগজ থেকে আগুন লাগে। ৩০ সেকেন্ডের মধ্যেই লিফটে থাকা লোকেরাই আগুন নিভিয়ে ফেলে।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংক ভবন সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ভবনটির কোনও কক্ষে আগুন লাগেনি বা তেমন কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। শুভঙ্কর সাহা জানান, লিফটের ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। তা থেকেই আগুন ধরে যায়। এতে লিফটের মধ্যে থাকা কাপড়ের কিছু অংশ পুড়ে গেছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বাইরে সবসময় একটি গাড়ি টহলে থাকে। সেই ইউনিটের সঙ্গে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম। তিনি বলেন, ‘তেমন বড় কোনও আগুন নয়। লিফট মেরামতের সময় সামান্য আগুন লেগেছিল।’
এর আগে চলতি বছরের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ আগুন লাগে। ভবনের ১৩ তলায় লাগা আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এসময় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ১০-১৫ শতাংশ পুড়ে যায়। গত বছরের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনার সঙ্গেও এর কোনও যোগসূত্র রয়েছে কিনা, সে প্রশ্নও ওঠে এই সময়। রিজার্ভ চুরির ঘটনাটি যেমন তিন দিনের সরকারি ছুটির সুযোগ নিয়ে হয়েছিল, ২৩ মার্চের আগুন লাগার পরের তিন দিনও তেমন সরকারি ছুটি ছিল

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সহজ রেসিপিতে নরম তুলতুলে ম্যাংগো কেক বানাবেন যেভাবে
সহজ রেসিপিতে নরম তুলতুলে ম্যাংগো কেক বানাবেন যেভাবে
৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই
৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
সিরিজ খেলতে আবার অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’
সিরিজ খেলতে আবার অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট