X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঘুমন্ত ৪০ শিশু-কিশোরের মধ্যে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা!

আমানুর রহমান রনি
২০ নভেম্বর ২০১৭, ২২:৪০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৩:৫২

 

মদিনাতুল মাদ্রাসার ছাত্রাবাস ৪০ জন ঘুমন্ত শিশু-কিশোরের মধ্যেই গুলিস্তানের মদিনাতুল মাদ্রাসার ছাত্র মো. আব্দুর রহমান জিদানকে (১৪) গলা কেটে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে গুম করে পালিয়ে যায় অন্য শিক্ষার্থী আবু বক্কর (১৬)। পুলিশের দাবি, ছাত্রাবাসে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে কয়েকবার তাদের মধ্যে ঝগড়াও হয়েছে। গত বৃহস্পতিবারও (১৬ নভেম্বর) তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে জিদানকে হত্যা করে আবু বক্কর। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হকের সঙ্গে আলাপকালে এই তথ্য পাওয়া গেছে।

রাজধানীর গুলিস্তানের মদিনাতুল মাদ্রাসার ছাত্রাবাসে রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে দু’টার মধ্যে খুন হয় আব্দুর রহমান জিদান। রাতেই তার লাশ সেফটি ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করেন ওই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২০ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুলিস্তান আহাদ পুলিশ বক্সের পেছনে টিনশেড মদিনাতুল মাদ্রাসা। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের হেফজা (হাফেজি) পড়ানো হয়। মাদ্রাসার ভেতরেই শিশু-কিশোররা থাকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক শিক্ষার্থী হাফেজি পড়ে। শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে।

জিদানের ট্রাংক মাদ্রাসার ওপরে টিনের ভেতর থাইগ্লাসের একটি পার্টিশন রয়েছে। পার্টিশনের দুই পাশেই সারি করে শিক্ষার্থীরা মেঝেতে ঘুমায়। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় ছোপছোপ রক্ত। মেঝেতে বিছানো পাটি, তোশক, বিছানার চাদরেও রক্ত। ভেতরে প্রবেশ করেই দেখা যায়, বড় জায়গাজুড়ে রক্ত। যেখানে জিদানকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার ব্যবহৃত ট্রাংক, বালিশ, থালা, বিছানার চাদর, মশারি সব রক্তাক্ত। সেখানে কথা হয় শিক্ষার্থীদের সঙ্গে।

আমিনুল ইসলাম নামে এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিদান আর আবু বক্কর আগে বন্ধু ছিল। জিদানের বড় আবু বক্কর। তার হেফজা শেষ হয়েছে। এখন রিভিশন দিচ্ছে। তারা দু’জন এক সারিতেই ঘুমাতো। জিদানের বিছানার দু’জনের পর আবু বক্করের বিছানা। তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। জিদানের সঙ্গে আমাদের মিশতে ও কথা বলতে নিষেধ করতো আবু বক্কর। এছাড়া আমাকে, জিদান, রিয়াজ ও ওসমানকে এর আগেও হত্যার হুমকি দিয়েছিল আবু বক্কর।’

এই শিক্ষার্থী বলেন, ‘আমরা রাত সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আবু বক্কর সবাইকে ঘুমিয়ে থাকতে বলে। রবিবার রাতেও প্রতিদিনের মতো খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। আমাদের সঙ্গে দুই শিক্ষক ছাত্রাবাসে থাকেন। তাদের মধ্যে মো. রাফসানি আমাদের বাংলা পড়ান। অন্য শিক্ষক মোহাম্মদ মিরাজ আমাদের নুরানি পড়ায়। রাফসানি হুজুর রবিবার রাতে আমাদের সঙ্গে ছিলেন। অন্য হুজুর বাসায় গিয়েছিলেন। রাত দেড়টা থেকে ২টার মধ্যে হাবিবুল্লাহ (১৩) ও মাইনুল ইসলাম (১৪) রক্ত রক্ত বলে চিৎকার দেয়। তখন হুজুর ঘুম থেকে ওঠেন। তিনি এসে লাইট জ্বালান। এরপর সবাই জেগে ওঠে। আমরা ঘুম থেকে উঠে দেখি জিদান ও আবু বক্কর নেই। দরজা খোলা। জিদানের বিছানায় রক্ত। তখন আমরা সবাই তাদের বাইরে খোঁজাখুঁজি করতে যাই। কিন্তু বাইরে কোথাও তাকে পাওয়া যায়নি। পরে বাথরুমের পাশে সেফটি ট্যাংকির ভেতর থেকে জিদানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে আবু বক্করকে কোথাও পাওয়া যায়নি। সে দেয়াল টপকে পালিয়ে যায়।’

জিদানের ব্যবহৃত থালা, তাতেও রক্তের দাগ আমিনুল ইসলাম জানায়, নিহত জিদান তিন বছর চার মাস ধরে এই মাদ্রাসায় হেফজা পড়ছিল। সে ময়মনসিংহের গফুরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। অন্যদিকে, আবু বক্করের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ। সে হেফজা পড়া শেষ করেছে। বর্তমানে রিভিশন দিচ্ছে। মূলত এতিম শিশু-কিশোর ও আর্থিকভাবে অসচ্ছল পরিবার তাদের সন্তানদের এই মাদ্রাসায় পড়তে দেয়। মাসিক ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা বেতন দিতে হয়। এছাড়া বিভিন্ন আর্থিক সহযোগিতায় চলে।

মাদ্রাসার বাবুর্চি হাবিবুর রহমান। সেফটি ট্যাংকি থেকে জিদানের লাশ উদ্ধারের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ছাত্রাবাসের বাইরের একটি রুমে ঘুমাই। রাত ২টার দিকে আমাকে রাফসানি হুজুর ফোন দেন। আমি তার ফোন পেয়ে উঠি। তাকে জিজ্ঞাস করি, কী হয়েছে? তিনি বললেন, ছাত্ররা ঝামেলা করছে, আপনি আসেন। এরপর আমি দরজা খুলে বের হই। এরপর সবার সঙ্গে আমিও রক্ত দেখতে পাই। তখন আমিও ভড়কে যাই। জিদান ও আবু বক্করকে খুঁজতে যাই গুলিস্তান এলাকায়। তাকে না পেয়ে আমরা রক্ত দেখে দেখে ছাত্রদের নিয়ে সেফটি ট্যাংকির ভেতরে খুঁজি। এরপর দেখতে পাই জিদানের লাশ। তাকে তুলে প্রথমে আহাদ পুলিশ বক্সে নেই, এরপর সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

হাবিবুর রহমান বলেন, ‘ফল কাটার ছুরি দিয়ে জিদানের গলা কেটে দেওয়া হয়েছে। সেফটি ট্যাংকিতে না ফেললে হয়তো ছেলেটা মারা যেতো না। তার মুখের ভেতরে কিছু দিয়ে নিয়েছিল বলে চিৎকারও করতে পারেনি।’ তবে হত্যাকাণ্ডের কারণ তিনি বলতে পারেননি।

জিদানকে হত্যার পর এই পথে পালিয়ে যায় আবু বক্কর পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।’

এই ঘটনার পরও মাদ্রাসাটিতে শিক্ষার্থীরা আছে। ছোট শিশুদের চোখেমুখে আতঙ্ক। আলামত সংগ্রহের স্বার্থে মেঝে থেকে রক্ত এখনও মুছে ফেলা হয়নি। এই ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেক শিক্ষার্থীর অভিভাবক ফোন দিচ্ছেন। অনেকে এসে দেখেও যাচ্ছেন। এরই মধ্যে দু’জন শিক্ষার্থীকে  অভিভাবকরা নিয়ে গেছেন।

মো. রুবেল নামে এক অভিভাবক তার ভাইয়ের শ্যালককে দেখতে এসেছেন। তিনি বলেন, ‘ঘটনা যেহেতু ঘটে গেছে, কী আর করা? হাফেজি পড়তে তো হবে। এই মাদ্রাসায় এমন ঘটনা আর ঘটেনি। এখন যেন নিরাপদে থাকে, সেজন্য খোঁজ নিতে এসেছি। মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব, তারা যদি সবকিছু ঠিকভাবে চালায় তাহলে এখানে আমাদের ছাত্র থাকবে।’

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পল্টন থানা পুলিশ। জিদানের বিছানার পাশে ঘুমিয়ে থাকা চার শিক্ষার্থী রাফিউল (১০), রিয়াজ (১৩), হাবিবুল্লাহ (১৩) ও কামরুল (১৪) কে থানায় নিয়ে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া তিন জন শিক্ষককেও থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে। গত বৃহস্পতিবারও আবু বক্কর ও জিদানের মধ্যে ঝামেলা হয়েছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমাদের ধারণা। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি।’ তিনি বলেন, ‘নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা ঢাকাতে এলে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আবু বক্করকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
ভিডিওতে গুলিস্তানের মদিনাতুল মাদ্রাসা:

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ