X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

যে ১০ ইস্যু বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার মামলার রায়

এস এম আববাস
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৮

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জন আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ে আরও বলা হয়েছে, আসামিদের নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তাদের আইনজীবীরা। এর ফলে খালেদা জিয়ার পাঁচ বছর ও তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন পুরান ঢাকার বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদারতের বিচারক মো. আখতারুজ্জামান।

যেসব অভিযোগ বিবেচ্য ছিল আদালতে

বিচারক ড. মো. আখতারুজ্জামান ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপসারে উল্লেখ করেন—(১) ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সাবেক মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকীকে দিয়ে প্রাইম মিনিস্টার কোম্পানিজ ফান্ড নামীয় সোনালী ব্যাংক রমনা শাখায় হিসাব খুলেছিলেন কিনা?

(২) ওই হিসাবে ১৯৯১ সালের ৯ জুন ১২ লাখ ৫৫ হাজার ইউএস ডলার জমা করেছিলেন কিনা?

(৩) ওই ১২ লাখ ৫৫ হাজার ডলারের সমপরিমাণ বাংলাদেশি টাকায় চার কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৩১৬ টাকা প্রাইম মিনিস্টার কোম্পানিজ ফান্ডে জমা হয়েছিল কিনা?

(৪) ওই টাকা বৃদ্ধি পেয়ে চার কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ২৯৮ টাকায় উন্নীত হয়েছে কিনা?

(৫) প্রধানমন্ত্রীর তহবিল থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুই কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা স্থানান্তরিত হয় কিনা এবং আসামি তারেক রহমান ও  মমিনুর রহমান প্রাইম ব্যাংকে স্থানান্তর করেছেন কিনা?

(৬) কাজী সালিমুল হক কামাল প্রাইম ব্যাংক গুলশান শাখা থেকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে নিউ ইস্কাটন শাখায় স্থানান্তর করেন কিনা?

(৭) কাজী সালিমুল হক কামাল অবৈধভাবে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে লাভবান হয়ে ব্যক্তি বিশেষকে লাভবান করতে সহায়তা করেন কিনা?

(৮) খালেদা জিয়াসহ আসামিরা পরস্পর সহযোগিতায় অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এবং অন্যদের লাভবান করার অসৎ মানসে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টে টাকা স্থানান্তর করাতে পারেন কিনা এবং ২ কোটি ১০ লাখ  ৭১ হাজার ৬৭১ টাকা  আত্মসাৎ করা হয় কিনা?

(৯) আসামিরা ৪০৯ ও ১০৯ ধারার অপরাধ করেছেন কিনা?

(১০) আসামিরা শাস্তির যোগ্য কিনা?

বিবেচ্য অংশটুকু উল্লেখ করে বিচারক বলেন, প্রসিকিউশন অভিযোগের বিবেচ্য বিষয় প্রমাণ করতে পেরেছে। আসামি পক্ষ ডিসপ্রুভ করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়তে পারেন:

কাঁদলেন রিজভী

মামলা থেকে রায়

আদালতে বিচারক

রায় পড়ছেন বিচারক

আদালতে খালেদা জিয়া

কারাগারে খালেদা জিয়া

আদালতের পথে খালেদা জিয়া

এটা প্রতিহিংসার রায়: বিএনপি

খালেদা জিয়ার ৫ বছরের জেল

ন্যায়বিচার পাইনি: সানাউল্লাহ মিয়া

আদালতে বিমর্ষ ছিলেন খালেদা জিয়া

তারেক রহমানের ১০ বছরের কারাদণ্ড

কারাগারে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
দ্বিতীয় বারের মতো কারাগারে খালেদা জিয়া

কাল জুমার পর সারাদেশে বিএনপির বিক্ষোভ

কারাগারে ঢোকার সময় যা বললেন খালেদা জিয়া

তারা আইনশৃঙ্খলা বাহিনী নাকি আওয়ামী সন্ত্রাসী: রিজভী

‘পক্ষপাতদুষ্ট রায়, বিএনপির আন্দোলনে যাওয়ার বিকল্প নেই’

খালেদা জিয়াকে রাখা হয়েছে পুরনো কারাগারের অফিস ভবনে

‘কোথাও বিশৃঙ্খলা হচ্ছে না, সরকার দেশকে আতঙ্কিত করে রেখেছে’

সহিংস কর্মসূচি দিতে নিষেধ করেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপিপন্থী আইনজীবীদের হাইকোর্ট থেকে বের হতে পুলিশের বাধা

খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে তিন প্রক্রিয়ায় এগোবেন আইনজীবীরা

আদালতে যাওয়ার পথে বিএনপি কর্মী ও পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল

খালেদা জিয়ার জেল: জামায়াতসহ ২০ দলীয় জোট শরিকদের প্রতিবাদ

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব