X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সাভারে পোশাক শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৯:০৫

পোশাক শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি সাভারে পোশাক শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বেশ কয়েকটি সংগঠন। শুক্রবার (১১ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। তারা পোশাক শ্রমিকদের মজুরিতে গ্রেড বৈষম্য দূর করারও আহ্বান জানায়।

মানববন্ধনে অংশ নেয় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় বিপ্লবী ফ্রন্ট, সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও জাতীয় গণতান্ত্রিক মঞ্চ।

মানববন্ধনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গার্মেন্টস শ্রমিক মো. সুমন মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি মজুরি গ্রেড বৈষম্য দূর করে মজুরি প্রদান ও শ্রমিক অঞ্চল থেকে পুলিশ মাস্তানদের দমন-নিপীড়নও বন্ধ করা হোক। এছাড়া শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাও প্রত্যাহার করা হোক।

এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘সাভারের হেমায়েতপুরে গার্মেন্ট শ্রমিক হত্যাকারী পুলিশকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকার ও মালিক গোষ্ঠী তাদের দায় এড়িয়ে গিয়ে শ্রমিকদের ওপর গুলি চালিয়ে শ্রমিক হত্যা করেছে। এখন পাল্টা শ্রমিকদের ওপর দায় চাপিয়ে মামলা-হামলা দিয়ে জর্জরিত করছে। এভাবে চলতে দেওয়া যায় না।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি চৌধুরী আশিকুল আলম, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, জাতীয় বিপ্লবী ফ্রন্টের সভাপতি আবুল হোসেন ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শামসুজ্জোহা প্রমুখ।

/এসএস/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক