X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাড্ডায় গণপিটুনিতে হত্যার ঘটনায় ৩ জনের ৪ দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৬:০৬আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৬:৪৫

 বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যার ঘটনায় তিন জনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ জুলাই) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডের আসামিরা হলো−বাচ্চু, বাপ্পী ও শাহিন।

দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহরাব হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অজ্ঞাতনামা আসামিদের খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন।

পরে আসামিপক্ষে আইনজীবী হারুন রশিদসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এরপর শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে জাফর নামে অপর এক আসামি আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রেণুর স্বজনদের দাবি, মেয়েকে স্কুলে ভর্তি করাবে বলে খোঁজ নিতে বাড্ডার একটি স্কুলে গিয়েছিলেন রেণু এবং সেখানে গণপিটুনির শিকার হন। 

/টিএইচ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার, ৪১৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা
ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার, ৪১৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা