X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন, হতাহতের আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ২১:৩০আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৩৭

মিরপুরে বস্তিতে আগুন রাজধানীর মিরপুর-৬ নম্বরে রূপনগরে চলন্তিকা মোড়ের পাশের বস্তিতে লাগা আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। তবে, কী কারণে এই আগুনের সূত্রপাত, সেটি জানা যায়নি।’

রাহেলা নামের একজন নারী বলেন, ‘কখন, কোন দিক দিয়ে আগুন লেগেছে, তা  আমি বুঝতে পারিনি। আমি এক কাপড়ে বের হয়ে এসেছি। কোনও কিছু বলতে পারবো না। আমার ছোট ছেলেকে খুঁজে পাচ্ছি না। দুই মেয়েকে নিয়ে আমি বের হয়ে আসছি।’

বস্তিতে অন্তত পাঁচ শতাধিক ঘর রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সাহাবুদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ‘ঈদের কারণে বস্তির বেশিরভাগ ভাড়াটিয়া ছিল না। সন্ধ্যার পর হঠাৎ বস্তিতে আগুন লাগে। ইতোমধ্যে বস্তির সব ঘর প্রায় পুড়ে গেছে।’

সাকিব নামের এক কিশোর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যার সময় বস্তির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এসময় বস্তির ভেতর থেকে মানুষের চিৎকার শুনতে পাই। ভেতরে গিয়ে দেখতে পাই পূর্ব দিকে আগুন জ্বলছে। প্রথমে বস্তির বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু, আগুন এত দ্রুত ছড়িয়েছে যে, আমরা নেভাতে পারিনি।’

অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসাবাড়ির সব মানুষ রাস্তায় নেমে আসেন। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সাধ্য মতো চেষ্টা করছেন।

অগ্নিকাণ্ডের পর অনেকেই তার পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। তবে ধারণা করা হচ্ছে, তারা ভিড়ে হারিয়ে যেতে পারেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মোশতাক আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখন সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত। আমাদের কাছে নিখোঁজের কোনও অভিযোগ আসেনি।’

মোশতাক আহম্মেদ বলেন, ‘আগুন নেভানোর পর আমরা তথ্য সংগ্রহের বিষয়ে কাজ করবো। আপাতত মানুষের জানমাল রক্ষার জন্য দ্রুত আগুন নেভাতে হবে।’

আরও খবর...
মিরপুরে বস্তিতে আগুন (ভিডিও)

রূপনগর বস্তির আগুন ছড়িয়েছে পাশের বহুতল ভবনেও

 

/এআরআর/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি