X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী কমলো ১৬ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩

 

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী কমলো ১৬ শতাংশ গত ২৪ ঘণ্টায় (১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন। গতকাল ( ১০ সেপ্টেম্বর) নতুন করে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৭৫৩ জন। এই হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর হার কমেছে ১৬ শতাংশ। এদিকে, এর আগের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর এ সংখ্যা ছিল, ৭১৬ জন, ৮ সেপ্টেম্বর ছিল ৭৬১ জন, ৭ সেপ্টেম্বর ছিল ৬০৭ জন, ৫ সেপ্টেম্বর ছিল ৭৮৮ জন এবং ৪ সেপ্টেম্বর ছিল ৮২০ জন। বুধবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানী ঢাকায় নতুন রোগীর সংখ্যা ২২১ জন আর  ঢাকার বাইরে সারাদেশে নতুন রোগী ৪১৩ জন।

এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৪১ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ২৮৫ জন আর ঢাকার বাইরে ২৫৬ জন।

কন্ট্রোল রুমের তেরি ডেঙ্গু রোগীর তথ্যচিত্র

কন্ট্রোল রুম জানায়,  সারাদেশে এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা তিন হাজর ১৬৫ জন।এর মধ্যে ঢাকার ১২ টি সরকারি ও স্বায়ত্বশাসিত এবং ২৯ টি বেসরকারি হাসপাতালে রয়েছেন এক হাজার ৪৩৪ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রয়েছেন এক হাজার ৭৩১ জন। সারাদেশে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়া রোগীর সংখ্যা শতকরা ৯৬ শতাংশ। তবে, ১১ সেপ্টেম্বরের সকাল ৮ টা পর্যন্ত চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা মোট সাত হাজার ৫২০ জন। 

এদিকে, দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গুতে মৃত্যুর ১৯৭টি ঘটনা পর্যালোচনা করার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। এর মধ্যে থেকে ১০১টি ঘটনা পর্যালোচনা করে ৬০টি ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে তারা। এই হিসাব অনুযায়ী এপ্রিলে ২ জন, জুনে ৫ জন, জুলাইয়ে ২৮ জন এবং আগস্টে ২৫ জন ডেঙ্গুতে মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ডেঙ্গুতে মোট আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা মোট ৭৮ হাজার ৬১৭ জন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা ৭৫ হাজার ২৫৫ জন।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়