X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কলেজের দোতলা থেকে লাফিয়ে ছাত্রের ‘আত্মহত্যা’র চেষ্টা, শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৮

কলেজের দোতলা থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর কাফরুলের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের দোতলা থেকে আকাশ নামে এক শিক্ষার্থী লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত আকাশকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থী লাফিয়ে পড়ে বলে দাবি করেছে তার সহপাঠীরা। এ ঘটনার কারণে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। কলেজটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাইদ নামে এক শিক্ষার্থী জানায়, ‘সম্প্রতি আমাদের কলেজের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আকাশ রেজাল্ট একটু খারাপ করায় কলেজের শিক্ষক ও কর্তৃপক্ষ তাকে বকা দেয়। পাশাপাশি আজ সকালে আকাশের মা-বাবাকে কলেজে আসতে খবর দেয় কর্তৃপক্ষ। শিক্ষকদের চাপে সে আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য হয়েছে। আমরা এর বিচার চাই।’
এদিকে আকাশ লাফিয়ে পড়ার পর কলেজে গুজব ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কলেজের জানালার গ্লাস ভাঙচুর করে। ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের শান্ত করতে কলেজ কর্তৃপক্ষ ব্যর্থ হলে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করছে।
কলেজের অফিস সহকারী কিসময় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আকাশ দোতলা থেকে পড়ে যায় বলে শুনেছি। আমি তখন কলেজের ভেতরে ছিলাম। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সুস্থ আছে। তবে কলেজে গুজব ছড়িয়েছে সে মারা গেছে। এ নিয়ে শিক্ষার্থীরা ঝামেলা করেছিল। এখন সব শান্ত।’ কলেজ কর্তৃপক্ষ তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছে বলে জানান তিনি।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘ঘটনার পর কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কথা বলছেন।’

/এআরআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না