X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইংলিশ ল লইয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৮

ইংলিশ ল লইয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে বাংলাদেশে ফিরে আইন পেশায় নিয়োজিত আছেন এমন আইনজীবীদের সংঘবদ্ধ করার প্রয়াস নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ইংলিশ ল লইয়ার্স অ্যাসোসিয়েশন’। একইসঙ্গে এই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র প্রস্তুত করে সংগঠনকে গতিশীল করার প্রত্যয় নিয়ে ৩৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠিত হয়েছে। আর এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যারিস্টার অনিক আর  হক এবং সদস্য সচিব হলেন ব্যারিস্টার আশরাফুল হাদী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ওই আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার অনিক আর হক।

অনিক আর  হক বলেন, বাংলাদেশে নব্বই দশক থেকেই বেশি সংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে আইন বিষয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে। নব্বই দশকের শুরুর দিকে বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ থেকেও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্টারন্যাশনাল প্রোগ্রামের প্রচলন শুরু করে যুক্তরাজ্য। এই সুযোগ সৃষ্টি হওয়ার ফলে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অনেক শিক্ষার্থী আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। আইনে সম্মান ডিগ্রি লাভের পর মেধাসম্পন্ন ও আর্থিকভাবে স্বচ্ছল শিক্ষার্থীরা যুক্তরাজ্যে গিয়ে বার অ্যাট ল ডিগ্রি সম্পন্ন করে আসতে সমর্থ হন এবং পরবর্তীতে বাংলাদেশে এসে আইন পেশায় নিয়োজিত হন। আবার অনেকেই সম্মান (আইন বিষয়ে অনার্স) শেষ করেই বাংলাদেশে আইন পেশায় জড়িয়ে পড়েন।

‘তাই দেশের বাইরে থেকে পড়ে আসা আইনজীবী পেশায় কর্মরতদের নিয়ে একটি অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা অনুভব করি। একারণেই যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী ও তরুণ আইনজীবীর নিরলস শ্রম ও প্রচেষ্টায় ইংলিশ ল লইয়ার্স অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে বলেও জানান ব্যারিস্টার অনিক আর হক।

তিনি মনে করেন, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজেদের মধ্যে পেশাগত উন্নয়ন, পারস্পরিক সম্পর্ক ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা সম্ভব হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের আইন অঙ্গনে যুক্তরাজ্যের অধীন যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী হচ্ছেন ইউনিভার্সিটি অব লন্ডন ও ইউনিভার্সিটি অব নর্দামব্রিয়া থেকে। এছাড়া আরও যেসব বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ইংলিশ ল পড়ে থাকেন সেগুলো হলো- ব্রিস্টল, লন্ডন মেট্রোপলিটন, ম্যানচেস্টার, বিপিপি, ডার্বি, সাউথ ওয়েলস, সাউথ ব্যাংক প্রভৃতি।

 

 

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক