X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি তরুণদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০





জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তরুণদের অবস্থান পৃথিবীকে রক্ষায় জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে একদল তরুণ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাকশন এইড আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ নামের কর্মসূচিতে তারা এ দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৮ সালের আগস্টের শুরুর দিকে বিশ্বের শীর্ষ জলবায়ু বিজ্ঞানীরা হুঁশিয়ারি দেন, বিশ্বের উষ্ণতাকে ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এ জন্য সময় আছে মাত্র ১২ বছর। এর থেকে যদি আর দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যায়, তবে খরা, বন্যা, তীব্র তাপদাহ বেড়ে যাবে। দারিদ্র্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে শত কোটি মানুষ। কিন্তু বিশ্বনেতারা এ বিষয়ে যথেষ্ট মনোযোগী নয় এবং জলবায়ু পরিবর্তন রোধে তারা দ্রুত ও সময়োপযোগী কোনও পদক্ষেপ নিচ্ছেন না। ফলে বিশ্বে এখন জলবায়ু জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে বিশ্বকে বাঁচাতে হবে।
এ সময় অ্যাকশনএইড, বাংলাদেশ এর প্রোগ্রাম পরিচালক মো. আসগর আলী সাবরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে যে সব সংকট তৈরি হচ্ছে, তা সমাজে আরও বেশি অসমতা সৃষ্টি করছে। এই অসমতা দূর করতে এবং জলবায়ু সংকট মোকাবিলা করতে জোরালো দাবি তোলা প্রয়োজন; যা বিশ্বব্যাপী তরুণদের মধ্যে থেকে উঠে আসছে।’
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নামক একটি যুব নেটওয়ার্কের কো-অর্ডিনেটর সোহানুর রহমান বলেন, ‘জলবায়ু সংকট উত্তরণে প্রয়োজন দূষণকারী দেশগুলো থেকে ক্ষতিগ্রস্ত দেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা। আমরা দূষণের বিরুদ্ধে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সুবিচারের পক্ষে। পরবর্তী প্রজন্মকে বাঁচতে দিন। পৃথিবী ধ্বংসের বিরুদ্ধে আওয়াজ তুলুন।’
এই কর্মসূচিতে অংশ নেন তরুণদের প্লাটফর্ম এর অ্যাকটিভিস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউল্যাবের শিক্ষার্থীরা। আরও অংশ নেয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়