X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন’ সংশোধনের দাবি চিকিৎসকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ২০:৪৭আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১২:১৬

এফডিএসআর আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা প্রস্তাবিত ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন-২০১৮’ আইনের খসড়াকে প্রহসনমূলক বলে আখ্যায়িত করেছেন চিকিৎসকরা। একইসঙ্গে তারা এই আইনের কয়েকটি ধারা পরিবর্তন, সংযোজন, বিয়োজনসহ ‘চিকিৎসক সুরক্ষা আইন’ প্রণয়নেরও দাবি জানিয়েছেন। শনিবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর) আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলছেন, প্রস্তাবিত এই খসড়া আইনে চিকিৎসক নয়, বরং হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকদের বিয়বস্তুকে একসঙ্গে করে একটি অনৈতিক আইনের খসড়া করা হয়েছে। তারা  আরও বলেন, প্রস্তাবিত আইন অনুসারে চিকিৎসকদের ‘চেম্বার প্র্যাক্টিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ-১৯৮২’ অনেকটা জোর করে চিকিৎসকদের ওপর চাপিয়ে দিয়েছিলেন তৎকালীন সামরিক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ। সেই অযৌক্তিকতার কিছু ছাপ বর্তমানের প্রস্তাবিত আইনেও রয়ে গেছে।

সংবাদ সম্মেলনে এফডিএসআরের পক্ষ থেকে লিখিত বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার। তিনি বলেন, ‘প্রস্তাবিত স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০১৮-এর খসড়ায় বেশ কিছু অসঙ্গতি আমরা খুঁজে পেয়েছি। একইসঙ্গে আইনের কিছু কিছু ধারা বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সারাবাংলাডটনেট ও গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা,  এফডিএসআরের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন,  কোষাধক্ষ্য ডা. ফারহাদ মনজুর, সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ডা. নোমান চৌধুরী, মিডিয়া ও পাবলিকেশন বিষয়ক সম্পাদক ডা. শাহেদ ইমরান প্রমুখ।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!