X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের অফিস ছাড়ার নির্দেশে আসক-এর উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ০১:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০২:০৪

আসক

আবাসিক এলাকা থেকে দুই মাসের মধ্যে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-কে অফিস ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজউকের অভিযানে এই সিদ্ধান্তের পর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। আসক-এর নির্বাহী পরিচালক শীপা হাফিজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর লালমাটিয়ার কার্যালয়ের ভবন মালিকের গ্যারেজে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার আইন ও সালিশ কেন্দ্র (আসক) কার্যালয়ে আসেন। আসক কেন আবাসিক এলাকায় অফিস পরিচালনা করছে তা জানতে চান তিনি। তখন আসক-এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের নিকট প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয় এবং অবহিত করা হয় যে- ভবনের ভাড়াটিয়া হিসেবে চুক্তি অনুযায়ী সব শর্ত মেনেই অফিস পরিচালনা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আরও জানানো হয় যে- আসক একটি সেবামূলক, অলাভজনক ও মানবাধিকার প্রতিষ্ঠান এবং আসক কোনও ধরনের আর্থিক কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে না।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ (ক) ধারা মতে আসক-কে আগামী দুই মাসের মধ্যে কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদানের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে প্রদানের নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনটি এবং আইনের সংশ্লিষ্ট ধারাটি আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর জন্য প্রযোজ্য নয় বলে অবহিত করার পর ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট বিষয়টি আমলে না নিয়ে জরিমানা বহাল রাখেন এবং জরিমানা ও স্বীকারোক্তিমূলক স্বাক্ষর আদায় করেন। এসময় ভ্রাম্যমান আদালতের কাছে এই আদেশের কপি আসককে প্রদানের অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এমনকি আসক-এর পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানোর পরেও তিনি আসক-কে আদেশের কপি প্রদান করেননি।

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’