X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সাংবাদিক পরিচয়ে বিদেশি শিক্ষার্থীর ব্যাগ চুরি, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ০০:২০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৩

সাংবাদিক পরিচয়ে বিদেশি শিক্ষার্থীর ব্যাগ চুরি, গ্রেফতার ৩ সাংবাদিক পরিচয় দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ক্রিমিনোলজি অনুষ্ঠানে ঢুকে বিদেশি এক শিক্ষার্থীর ব্যাগ চুরি করেছে এক দল চোর। এই ঘটনায় রবিবার (৮ ডিসেম্বর) বিকালে কলাবাগান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- খায়রুল আলম খান ওরফে আরিফ (৫৪), কালি শংকর মুন্সী (৪৯) ও জাহাঙ্গীর আলম ওরফে সোবান (৫৫)। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ব্যাগ, ৬টি ডেবিট ও ক্রেডিট কার্ড, চুরি করা ১৬ হাজার ৪০০ টাকা, ভিজিটিং কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ডসহ চুরি করা সব সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন, ‘গ্রেফতারদের মধ্যে জাহাঙ্গীরের কাছ থেকে সাপ্তাহিক যুগ যুগান্তরের একটি আইডি কার্ড, কালি শঙ্কর মুন্সীর কাছ থেকে গার্ডিয়ান বিডিনিউজের স্পেশাল করেসপন্ডেন্টের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া অপর আসামি দীর্ঘদিন খুলনার দৈনিক পূর্বাঞ্চলে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন বলে দাবি করেছেন। আমরা তাদের পরিচয় যাচাই-বাছাই করে দেখছি।’
সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ক্রিমিনোলজি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি, মারা’র প্রফেসর ড. জামাইনিয়াহ সাইদ ও একই বিশ্ববিদ্যালয়ের পিএইডি শিক্ষার্থৗ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সালওয়া বিনতে জুলকাফলিল ঢাকায় আসেন। ৭ ডিসেম্বর তারা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওই অনুষ্ঠানে যোগ দেন। ওই দিনই সালওয়া বিনতে জুলকাফলিলের ব্যাগটি চুরি হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি চুরির মামলা দায়ের করে।
সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্ল্যাহ জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সালওয়া বিনতে জুলকাফলিলের চুরি হওয়া ব্যাগ ও ব্যাগের ভেতরে থাকা সব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আশরাফ উল্যাহ বলেন, ‘এই চোর চক্রটি সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশ করে আমন্ত্রিত অতিথিদের ব্যাগ, মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র চুরি করে সটকে পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের এই চক্রের আরও সদস্য রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।’

/এনএল/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক