X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়াদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

ঢাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ২২:০২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

নারীপক্ষের মোমবাতি প্রজ্বালন ও সংগীত পরিবেশন বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারীপক্ষ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের ‘স্বাধীনতা কে পেলো’ এবং ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সুরতীর্থের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মোমবাতি প্রজ্বালনে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। এরপর অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন নারীপক্ষের সদস্য রেহানা সাফতানি। মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা মান্নান, কায়সার আমিনুল, বীরাঙ্গনা কানন গোমেজ, স্বর্ণলতা ফুলিয়া। এরপর গান পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস ও সুরতীর্থ দল এবং কবিতা আবৃত্তি করেন ইকবাল মাহমুদ ও মুমু জান্নাত।

সংগীত পরিবেশন করা হচ্ছে অনুষ্ঠানে মূল বক্তব্যে রেহানা সাফতানি বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আকাঙ্ক্ষা ছিল এই বিজয় আমাদের সম-মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা, চলফেরার স্বাধীনতা, কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা দেবে। সর্বোপরি আমরা ক্রমশ একটি শোষণ-বৈষম্যহীন ও মুক্ত মানুষের মুক্ত সমাজরে দিকে এগিয়ে যাবো। কিন্তু স্বাধীনতার ৪৮ বছর পর আমাদের সামনে এই প্রশ্নটিই ঘরে-ফিরে আসে—জনগণ কী এর কোনোটি পেয়েছে? তাহলে এই স্বাধীনতার অর্থ কী? কে পেলো স্বাধীনতা?’

তিনি আরও বলেন, ‘বহু নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে যুক্ত ছিলেন। অথচ মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা, অংশগ্রহণ ও তাদের নির্যাতনের বিষয়গুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি। নারী মানুষ ও নাগরিক হিসেবে সমমর্যাদা পায়নি। আমাদের এই অবস্থা থেকে মুক্ত হতেই হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক