X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে হাসপাতাল চত্বরে আতশবাজি, কনসার্ট!

উদিসা ইসলাম ও উজ্জল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
০১ জানুয়ারি ২০২০, ১৮:০৭আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৮:৩৩

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সামনে স্টেজ করে পিঠা উৎসব নাম দিয়ে থার্টি ফার্স্ট উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে চিকিৎসকদের আয়োজনে করা হয়েছে জমজমাট থার্টি ফার্স্ট নাইট। এ অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের সামনেই মাইকে গান বাজানো হয়, একটু পর পরই ফোটানো হয় আতশবাজি। রোগীদের জন্য বিড়ম্বনা ও দুর্ভোগ সৃষ্টিকারী এই অনুষ্ঠান সম্পর্কে অনুমতি নেওয়া হয়নি পুলিশ প্রশাসনের কাছ থেকে; অবগত না থাকার দাবি করেছেন সিভিল সার্জন ডা. শাহ আলমও। তিনি বলছেন, সেখানে গিয়ে এসব আয়োজনের বিষয়ে জেনেছেন। তার দাবি, দুটো গানের পরেই রাত সাড়ে ১০টায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন তিনি। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, অনুষ্ঠান হাসপাতালের আউটডোরের সামনে হয়েছে। ইনডোরে কোনও সমস্যা হয়নি।

জানা গেছে, ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালের চিকিৎসকরা পারিবারিকভাবে থার্টি ফার্স্ট উদযাপনের সিদ্ধান্ত নেন। এ আয়োজনে ছিল শীতকালীন পিঠা, আতশবাজি, কনসার্ট আর ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. আবু সাঈদ।

এর ফলে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা বিড়ম্বনায় পড়েন। এদিকে নিয়ম অনুযায়ী অনুষ্ঠান করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন থেকে অনুমতির প্রয়োজন হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে কিছু্ই জানায়নি বলেও অভিযোগ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে মঞ্চ সাজিয়ে থার্টি ফার্স্ট উদযাপন করেন হাসপাতালের চিকিৎসক ও তাদের পরিবারা সদস্যরা।

থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও চিকিৎসকদের চিত্ত বিনোদনের জন্য গান-বাজনার আসরসহ সার্বিক অনুষ্ঠানের স্পন্সর ছিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের ফাঁকে তারা গানের পাশাপাশি আতশবাজি ফোটানোর মাধ্যমে নতুন বছর উদযাপন করেন।

ফেসবুকে প্রকাশিত এ অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাডমিন্টন কোর্ট প্রস্তুত, একটু পর পর আতশবাজি ফোটানো হচ্ছে এবং মঞ্চের ঠিক ওপরে ভবনের গায়ে বড় করে লেখা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়। এ বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী বলেন, এটা কাণ্ডজ্ঞানহীন কারবার। এমন ঘটনায় ব্রাহ্মণবাড়িয়াবাসী স্তম্ভিত। তিনি ঘটনার জন্যে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন। পাশাপাশি তিনি স্থানীয় সংসদ সদস্য ও জেলা স্বাস্থ্য কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।

হাসপাতালের গেটে বানানো মঞ্চে শিল্পীদের গান পরিবেশনা। (ছবি: ভিডিও থেকে নেওয়া)
অনুষ্ঠানটির স্পন্সর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘এটা সদর হাসপাতালের আয়োজনে অনুষ্ঠান ছিল। আমাদের কোম্পানির পক্ষ থেকে শুধু স্পন্সর করা হয়েছে।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, ‘যেমনটা শুনেছেন তেমন না। ব্যাডমিন্টন আর পিঠা উৎসব। সবাই অনুষ্ঠান করে চিকিৎসকরাও তো মানুষ। তাদেরও রিফ্রেশমেন্ট বা চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নতুন একদল চিকিৎসক যোগদান করেছেন। চিকিৎসকদের পরিবারের সদস্যরা মিলে আয়োজন। তারা হাসপাতালের বহির্বিভাগের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসবের আয়োজন করেছে। আমাদের দাওয়াত দিয়েছে। আমরা কেবল অংশগ্রহণ করেছি। প্রশাসনের পক্ষ থেকে আপত্তি আসার পর তাৎক্ষণিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।

ফেসবুকে আপ করা ভিডিওতে আতশবাজি, গানের স্টেজ, গান সবই দেখা গেছে বলা হলে তিনি জানান, বন্ধ করে দেওয়া হয়েছে তো। খুব জোর গান ১০/১৫ মিনিট হয়েছে।

স্টেজের সামনের মাঠে ফোটানো হয় আতশবাজি (ছবি: ভিডিও থেকে)

হাসপাতালে কতজন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ২৫০ জনের ওপরে রোগী আছে। অনুষ্ঠান মাঠের মধ্যে হয়েছে। ইনডোর থেকে সেটা দূরে। রোগীদের কোনও অভিযোগ নেই।

হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে কী কী হবে সেটি তত্ত্বাবধায়কের জানার কথা কিনা প্রশ্নে তিনি বলেন, ওরা আয়োজন করেছে, আমরা গান বন্ধ করে দিয়েছি। ‘ওরা’ কারা প্রশ্নে তিনি বলেন, জুনিয়ররা আর সঙ্গে স্পন্সর কোম্পানি ছিল। আতশবাজি ছোটরা করেছে বলে তিনি এড়িয়ে যেতে চাইলে ভিডিওর কথা উল্লেখ করে এই তত্ত্বাবধায়ককে জানানো হয়, ভিডিওতে বয়স্ক ব্যক্তিদের আতশবাজি করতে দেখা গেছে, শিশুদের নয়। এরপরও তিনি বলেন, এটা কিন্তু হাসপাতালের ভেতরে নয়, মাঠে।  

জানতে চাইলে সিভিল সার্জন ডা. শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আমি পুরোটা হতে দেইনি, তাদের পরিকল্পনা ছিল ১২টা পর্যন্ত অনুষ্ঠান চালানোর। আমি সাড়ে ১০টায় বন্ধ করে দিয়েছি। তারা শিল্পী নিয়ে এসেছে। গান হবে শুনে আমি নিষেধ করেছিলাম। পরে তারা অনুরোধ করলে আমি বলেছি, খুব জোর দুটো গান হবে, হালকা সুরের। দুটোর পরে তিনটে গানও হয়ে যাচ্ছে দেখে বকা দিয়ে বন্ধ করে দিলাম। তিনি বলেন, আমি জানতাম পিঠা উৎসব আর ব্যাডমিন্টন প্রতিযোগিতা। তরুণ চিকিৎসকরা গানের আয়োজন করেছে। এমনকি তত্ত্বাবধায়কও নাকি বিষয়টি জানতেন না।

আতশবাজি আর সংগীতানুষ্ঠানের কারণে রোগীদের কোনও সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের দক্ষিণ দিকের যে ফটক এটি দুপুর আড়াইটার পর বন্ধ করে দেওয়া হয়। সেখানে রোগীর কোনও বেড নেই। তাই তেমন কোনও সমস্যা হয়নি।

এধরনের অনুষ্ঠান হাসপাতাল প্রাঙ্গণে কতটা শোভন প্রশ্নে তিনি বলেন, হওয়া উচিত না। তবে এটা কিন্তু কম্পাউন্ডের বাইরে, আউটডোরের ওখানে। তবে ভবিষ্যতে আর যেন এসব না হয় বলে দিয়েছি। ব্যাডমিন্টন চলতে পারে। আমি হার্ডলাইনে, আর হবে না।

হাসপাতালের ভেতর অনুষ্ঠানটির ব্যাপারে প্রশাসনের কোনও অনুমতি ছিল কিনা জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘অনুষ্ঠান করার জন্য আমাদের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। হাসপাতালে অনুষ্ঠানের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে অনুষ্ঠানটি দ্রুত বন্ধ করতে বলা হয়। পরে তারা অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন।

 

 

/এসও/ইউআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক