X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘টার্গেট ছিলেন শাহ আলম, খুন হন সুমন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৯

নিহত সুমন শিকদার টার্গেট করা হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের (ডিএনসিসির ৩৩ নং ওয়ার্ড) সাবেক কমিশনার তারেকুজ্জামান রাজীবের সহযোগী শাহ আলম জীবনকে। তাকে না পেয়ে গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন শেষে রাতে একই গ্রুপের লোক হিসেবে পরিচিত সুমন শিকদারের (২৫) ওপর হামলা করে ভাত রাসেল ও ইমন গ্রুপের লোকজন। এ হত্যাকাণ্ডে গ্রেফতার পাঁচ আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতার পাঁচজন হলো মো. রাসেল (২১), আল আমিন খান (২২), মো. ইমরান (১৯), মো. শাকিল (২০) ও মো. রাজীব (২০)। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে মোহাম্মদপুর জোনের এডিসি ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজীবের সহযোগী ছিল শাহ আলম জীবন। তার সঙ্গে বিরোধ রয়েছে একই এলাকার ভাত রাসেল ও ইমনের। ভাত রাসেল ও ইমন একসঙ্গে চলফেলা করে। নির্বাচনের দিন রাতে শাহ আলমকে হত্যার উদ্দেশে বের হয় ইমনের লোকজন। ক্লাবে গিয়ে শাহ আলমকে পায়নি তারা। পরে মোহাম্মদপুরের রহিম ব্যাপারীর ঘাট এলাকায় ইমনের লোকজন দেখে দৌড়ে পালানোর সময় সুমনকে ধারালো অস্ত্র কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই রিয়াদ শিকদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
হামলাকারী এই গ্রুপের হোতা ইমন পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডিবি পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) গোলাম মোস্তফা রাসেল। তিনি বলেন, ঘটনাটা দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে হয়েছে। শাহ আলম গ্রুপের সঙ্গে ভাত রাসেল ও ইমন গ্রুপের দ্বন্দ্ব ছিল। নির্বাচনের দিনও একটি ভোটকেন্দ্রে শাহ আলম গ্রুপের সুমনের সঙ্গে ভাত রাসেলের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই সুমন কুপিয়ে হত্যা করা হয়। সুমন হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সুমনের বাবার নাম আনোয়ার শিকদার। লালমাটিয়ার ‘এফ’ ব্লকের একটি বাসায় কেয়ারটেকার তিনি। আর রাপা প্লাজায় একটি ডিস সংযোগ প্রতিষ্ঠানে কাজ করতেন সুমন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের চর আলেকজেন্ডারে।



আরও পড়ুন...
নির্বাচন শেষে মোহাম্মদপুরে যুবক খুন, গ্রেফতার হয়নি কেউ

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ